TRENDING:

Bengal Cricket : বাংলা ক্রিকেট দলকে হিংস্র মানসিকতার করে তোলাই লক্ষ্য লক্ষ্মী, রমনের

Last Updated:

Laxmi Ratan Shukla along with WB Raman ready to build strong mentality of Bengal Cricket. বাংলা ক্রিকেট দলকে হিংস্র মানসিকতার করে তোলাই লক্ষ্য লক্ষ্মী, রমনের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: যখন তিনি নিজে ক্রিকেটার ছিলেন, দল হারুক বা জিতুক লক্ষ্মীরতন শুক্লা মাঠে নেমে সর্বদা নিজেকে উজাড় করে দিতেন। বহু ম্যাচে এই মানসিকতার জেরেই তিনি বাংলাকে জিতিয়েছেন। বাংলার কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর একটুও বদলাননি লক্ষ্মী। লড়াকু মানসিকতার পাশাপাশি দলকে নিয়ে মিলিটারি ট্রেনিং শুরু করেছেন।
মানসিকতা বদল করাই প্রথম চ্যালেঞ্জ কোচ লক্ষ্মী, রমণের
মানসিকতা বদল করাই প্রথম চ্যালেঞ্জ কোচ লক্ষ্মী, রমণের
advertisement

আরও পড়ুন -Mohun Bagan : সবুজ মেরুন পাড়ের শাড়িতে মোহনবাগানে মুখ্যমন্ত্রী! ইতিহাসকে জানালেন কুর্নিশ

এর মধ্যেই দেখা গেছে ইডেনের গ্যালারির সিঁড়ি বেয়ে ক্রিকেটারদের টায়ার দিয়ে বিশেষ উপায় পরিশ্রম করাচ্ছেন। লক্ষ্মী বিশ্বাস করেন শরীর শক্ত না হলে মানসিকতা শক্ত হওয়া সম্ভব নয়। নবনিযুক্ত কোচ লক্ষ্মীরতন শুক্লার কোচিংয়ে বাংলা দলের প্রস্তুতি শিবির চলছে জোরকদমে। বুধবার শিবিরে যোগ দিলেন ব্যাটিং পরামর্শদাতা ডব্লু ভি রামন।

advertisement

অতীতে তিনি বাংলার কোচের দায়িত্ব সামলেছিলেন। ফলে এই পরিবেশ রামনের কাছে চেনা। প্রাক্তন ছাত্র লক্ষ্মীর সঙ্গে কাজ করতে তাঁর কোনও সমস্যা হবে না বলে জানিয়েছেন রামন। বরং দায়িত্বটা তিনি উপভোগ করছেন। এদিকে, বাংলা দলের অনুশীলনে হঠাৎ হাজির অশোক দিন্দা। বাইশগজ ছেড়ে এখন তিনি রাজনীতির ময়দানে বিচরণ করেন।

advertisement

হতে চেয়েছিলেন বাংলা দলের বোলিংও কোচও। যদিও তাঁর সেই ইচ্ছা পূরণ হয়নি। তাহলে কি দিন্দা ফের ক্রিকেটার হিসেবেই কামব্যাক করছেন? ময়নার বিধায়ক বললেন, লেজেন্ড লিগ ক্রিকেটে খেলার প্রস্তাব পেয়েছি। তারই প্রস্তুতি নিচ্ছি। লক্ষ্মী এবং রমন জুটি বাংলা ক্রিকেট দলকে সাফল্য এনে দিতে পারবে বলেই সকলের বিশ্বাস।

সেরা ভিডিও

আরও দেখুন
টাকা খরচ করে রাজস্থান ছুটতে হবে না! বাংলায় বসেই দেখুন ঐতিহ্যবাহী শিশ মহল
আরও দেখুন

প্রথমে ঋদ্ধিমান সাহা এবং তারপর সুদীপ চ্যাটার্জী বাংলা ছেড়েছেন। দুজনেই যোগ দিয়েছেন ত্রিপুরায়। লক্ষ্মী অবশ্য এই নিয়ে মন্তব্য করতে রাজি নন। অভিষেক, ঈশান, অভিমুন্য, আকাশ, মুকেশ, শাহবাজদের নিয়ে একটা শারীরিক এবং মানসিকভাবে কঠিন দল তৈরি করাই তার লক্ষ্য।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Bengal Cricket : বাংলা ক্রিকেট দলকে হিংস্র মানসিকতার করে তোলাই লক্ষ্য লক্ষ্মী, রমনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল