ফের জয়ে ফিরলেন ভারতের ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন। জাপানি শাটলার ইউশি তানাকাকে ২১-১৫, ২১-১১ সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে লক্ষ্যভেদ করলেন লক্ষ্য সেন। সেই সঙ্গে দীর্ঘ দিনের ট্রফির খরা কাটল লক্ষ্যের।
এবারের ট্রফি জয়ের ফলে তিনবার অস্ট্রেলিয়ান ওপেন ৫০০ জিতলেন লক্ষ্য। চলতি বছর মাত্র দুটো ব্যাডমিন্টন ট্রফির ফাইনালে উঠেছেন লক্ষ্য। অস্ট্রেলিয়ান ওপেনের বাইরে হংকং ওপেনের ফাইনালে উঠেছিলেন লক্ষ্য, কিন্তু জিততে পারেননি।
advertisement
আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে ঝড় বৈভব সূর্যবংশীর! মাত্র ১৫ বল খেলেই চাপে ফেললেন পদ্মাপারের দেশকে
অস্ট্রেলিয়ান ওপেনে লক্ষ্যকে লড়তে হয়েছিল আয়ুষ শেট্টি এবং চৌ তিয়েন চেন নামক শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে লড়তে হয়েছে লক্ষ্যকে। তবে ফের ট্রফি জিতে অনেকটা চাপমুক্ত লক্ষ্য। ২০২৪ সালে অলিম্পিক্সে অল্পের জন্য পদক পাননি লক্ষ্য, চার নম্বরে শেষ করেছেন তিনি। ব্রোঞ্জ পদকও হাতছাড়া হওয়ায় তখন হতাশ হয়েছিলেন অনেকেই। কিন্তু ধীরে ধীরে ফের ছন্দে ফিরছেন লক্ষ্য।
অস্ট্রেলিয়ান ওপেন ৫০০ জিততে ৮৫ মিনিট সময় নিয়েছিলেন লক্ষ্য সেন। লক্ষ্যকে ছন্দে ফিরতে দেখে খুশি ভক্তরাও। এর আগে ফ্রেঞ্চ ওপেন শেষ ৩২-এ শেষ করেছেন লক্ষ্য, ডেনমার্ক ওপেনেও শেষ আটে থেমেছিল লক্ষ্য সেন।
