লা লিগার তরফ থেকে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। যেখানে দেবের গোলন্দাজ সিনেমার মতই পাঞ্জাবি পড়ে শাল গায়ে দিয়ে একটি ছবি শেয়ার করা হয়েছে। শুধু মুখের জায়গায় বার্সেলোনা ও পোল্যান্ডের তারকা স্ট্রাইকার রবার্ট লেওনডস্কি। আসলে লা লিগার সর্বোচ্চ স্কোরার লেওনডস্কিকে এই রূপে তুলে ধরা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, এখনও পর্যন্ত লা লিগার সর্বোচ্চ গোল স্কোরার। ২১ ম্যাচে এখনও পর্যন্ত ১৫টি গোল করে ফেলেছেন লেওনডস্কি। যেই ছবি নেট দুনিয়ায় ঝড় তুলেছে।
advertisement
আরও পড়ুনঃ Viral News: গোলকিপারের স্ত্রী-র সঙ্গে মিলন স্ট্রাইকারের! হাতেনাতে পড়েছিলেন ধরা, তারপর কী হয়েছিল
সদ্য এল ক্লাসিকোও জিতেছে বার্সেলোনা। বার্সার হয়ে দুরন্ত ফর্মে রয়েছেন লেওনডস্কি। ভারতেও লা লিগার প্রচুর দর্শক রয়েছে। ভারতীয় অনুরাগীদের জন্য দেবের ছবি গোলন্দাজ-এর পোস্টার লেওনডস্কির মুখ বসিয়ে শেয়ার করেছে লা লিগা। হঠাৎ করে এই ছবি দেখলে বোঝার কোনও উপায় নেই। ছবিতে ভারতীয় পোশাকে বেশ মানিয়েছে পোলিশ তারকা স্ট্রাইকারকে। মেসি, রোনাল্ডো, নেইমারের পর ভারতে লেওনডস্কিরও যথেষ্ট ফ্যান রয়েছে। গোলন্দাজ অবতারে তাকে দেখতে পেয়ে খুশি বাংলার ফুটবল ফ্যানেরা।