অনেকেই হয়তো ভেবেছিলেন, এই দুই তারকা অবসর নিলেই ফুটবল সাম্রাজ্যে নেমে আসবে অসীম শূন্যতা। কিন্তু কাতার বিশ্বকাপ জানিয়ে দিয়ে গেল, ফুটবল বিশ্বের নতুন সম্রাট নিজের রাজ্যপাট বুঝে নিতে তৈরি। আর তিনি হলেন কিলিয়ান এমবাপে। কেএমটেন।
আরও পড়ুন- নেইমারের দিলখোলা শুভেচ্ছা বার্তা মেসিকে! আর্জেন্টিনার জয়কে কুর্নিশ ব্রাজিল সুপারস্টারের
কাতারের লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। তবে একটা সময় আর্জেন্টিনার জয়ের রাস্তায় একা দাঁড়িয়ে ছিলেন এমবাপে। লিওনেল মেসি যোগ্য হিসেবে বিশ্বকাপ জিতেছেন। তবে এমবাপে না থাকলে ফ্রান্স নির্ধারিত সময়েই হেরে যেত হয়তো।
advertisement
ম্যাচ টাইব্রেকার পর্যন্ত গড়ানোর পেছনের কারিগর এমবাপে। ২৩ বছর বয়সী এই তারকা দুটি গোল করে ম্যাচে সমতা ফেরান। ২-০ গোলে এগিয়ে থাকা আর্জেন্টিনাকে আবার মাটিতে নামিয়ে আনেন এমবাপে।
ইংল্যান্ডের জিওফ হার্স্টের ৫৬ বছর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে ফুটবল বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন এমবাপে। এদিন পেনাল্টি শ্যুটআউটেও তিনি গোল করেন। এমবাপে বিশ্বকাুপে গোল্ডেন বুট জয়ী। হারের পর এমবাপে ভেঙে পড়েন। পুরস্কার নিতে গিয়ে তাঁর পা যেন আর চলছিল না। তবে তিনি বুঝিয়ে গেলেন, ফুটবল বিশ্বের পরবর্তী সম্রাট তিনিই।