গত দু’টি মরশুমেই অনুশীলন এবং ম্যাচে যাবতীয় ক্ষমতার অধিকারী হয়ে উঠতে চেয়েছিলেন কিলিয়ান এমবাপে। নেতৃত্ব থেকে শুরু করে ম্যাচে পেনাল্টি নেওয়া, সবকিছুই নিয়ন্ত্রণ করতেন এই ফরাসি তারকা। এই কারণেই সতীর্থদের সঙ্গে তাঁর দূরত্ব ক্রমশ বাড়তে থাকে। এমনকী, লায়োনেল মেসির পিএসজি ছাড়ার নেপথ্যে অনুঘটকের কাজ করে এমবাপের এই মনোভাব। তবে আর্জেন্তাইন মহাতারকা সম্পর্কে এবার ভিন্ন সুর শোনা গেল তাঁর কণ্ঠে।
advertisement
এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘পিএসজি অনুরাগীদের কাছ থেকে খারাপ ব্যবহারের কারণেই দল ছেড়েছে লিও। প্যারিসে প্রাপ্য সম্মান পায়নি ও। বিশ্বের সেরা ফুটবলারকে আরও ভালোভাবে বিদায় সংবর্ধনা জানানো যেত। কিন্তু তা হয়নি। ও দল ছাড়ায় অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এটা ক্লাবের জন্য মোটেই ভালো বিজ্ঞাপন নয়।’
এই মন্তব্যের পরই পাল্টা প্রশ্নের মুখে এমবাপে। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ক্ষোভ উগরে দেন মেসি অনুরাগীরা। অনেকেই বলেন, এত দেরিতে কেন মুখ খুললেন ফরাসি তারকা? তাহলে কি তিনি নিজেও মেসির দল ছাড়া অপেক্ষায় ছিলেন! এদিকে, বৃহস্পতিবার চীনের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচে নামছে আর্জেন্তিনা। কাতার বিশ্বকাপের পর ফের মুখোমুখি হচ্ছে এই দু’দল। সেবার মেসি ও জুলিয়ান আলভারেজের গোলে ২-১ ব্যবধানে জিতে মাঠ ছেড়েছিল লায়োনেল স্কালোনি-ব্রিগেড।
প্রীতি ম্যাচ হলেও, বৃহস্পতিবার সেই ছন্দ ধরে রাখাই লক্ষ্য বিশ্বচ্যাম্পিয়নদের। এমবাপের পরবর্তী লক্ষ্য হতে চলেছে রিয়েল মাদ্রিদ অথবা ম্যানচেস্টার ইউনাইটেড। বাজারে এমন কথাই শোনা যাচ্ছে। যদিও মুখে তিনি বলেছেন তিনি নাকি ভালো আছেন প্যারিসে, কিন্তু সেটা কতটা সত্যি প্রশ্ন থেকে যাচ্ছে। বিশেষ করে রিয়েল মাদ্রিদ তাকে নেওয়ার ব্যাপারে বিরাট আগ্রহী।