প্রিয় বন্ধু আশরাফ হাকিমির সঙ্গে ম্যাচ শেষে জার্সি বদল করে গেলেন এমবাপে। এবার বিশ্বকাপে তাঁকেই কালো ঘোড়া বলছেন বেশিরভাগ মানুষ। তিনি ও তাঁর দল ফ্রান্স যা খেলছে তাতে এমন কথা বলার পিছনে যুক্তিও রয়েছে। এমবাপের ফ্রান্স এবার লড়বে মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে। তবে তার আগে হাকিমি ও এমবাপের একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে।
advertisement
আরও পড়ুন- মরক্কো মিরাকেল শেষ করে ফের বিশ্বকাপ ফাইনালে ফ্রান্স! অপেক্ষায় আর্জেন্টিনা
মরক্কোকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালের টিকিট পাকা করেছে ফ্রান্স। সেমিতে মরক্কোকে ২ গোলে হারিয়েছে ফ্রান্স। ম্যাচ শেষে হাকিমির সঙ্গে জার্সি বদল করেন এমবাপে। তাঁদের দুজনের কয়েক মাস আগের একটি ইন্টারভিউ-এর ভিডিও ফুটেজ সম্প্রতি ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে এমবাপে বলেছিলেন, বিশ্বকাপে ফ্রান্স-মরক্কোর দেখা হবে। আমর মরক্কোকে হারাবে ফ্রান্স। বাস্তবে হলও তাই।
হার-জিতের জন্য তাঁদের মধ্যে বন্ধুত্বে ফাটল ধরেনি। দুজনেই দুজনের প্রতি সম্মান ও ভালবাসা প্রদর্শন করে গেলেন।
এমবাপে জড়িয়ে ধরেন বন্ধুকে। সান্ত্বনা দেন। মাঠের ভেতর নিচু স্বরে কথাও বলেছেন পিএসজির দুই সতীর্থ। হাকিমিও ক্লাবের সতীর্থের সঙ্গে সৌহার্দ বিনিময় করেন। প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) গত বছর যোগ দেওয়ার পর থেকে এমবাপের সঙ্গেই সবচেয়ে বেশি ঘনিষ্ঠ হাকিমি।
আরও পড়ুন- মারাদোনার পর পেলেকেও ধরে ফেললেন মেসি, বিশ্বকাপে একের পর এক কীর্তি লিওর
প্রিয় বন্ধুকে ভালবেসে পেঙ্গুইন ডাকেন এমবাপে। লিগ ম্যাচে গোল করে পেঙ্গুইনের ভঙ্গিতে উদযাপনও করেছেন তিনি। তাঁদের এই বন্ধুত্ব কাতার বিশ্বকাপে নিদর্শন হয়ে থাকল।