বর্তমানে আইপিএলে বিভিন্ন দলের কোচিং স্টাফে যুক্ত আছেন শ্রীলঙ্কার তিন কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনে এবং লাসিথ মালিঙ্গা। বিদেশে থেকেও দেশের জন্য তাদের মন কাঁদছে। সাঙ্গাকারা ইনস্টাগ্রামে লিখেছেন, শ্রীলঙ্কা সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। খাবারের জন্য মানুষ যেভাবে সংগ্রাম চালাচ্ছেন তা দেখে আমি অত্যন্ত ব্যথিত। প্রতিদিন মানুষের কষ্ট আরও বেড়ে যাচ্ছে।
advertisement
রাষ্ট্রনেতাদের বলছি মানুষকে শত্রু মনে করবেন না। মানুষের ভবিষ্যত সুরক্ষিত রাখা আপনাদের কর্তব্য। সরকারের বিরুদ্ধে প্রতিবাদরত ছাত্রদের ওপর জলকামান ব্যবহার করেছে শ্রীলঙ্কার পুলিশ। এই ঘটনায় সরকারের সমালোচনা করে ইনস্টাগ্রামে মাহেলা জয়াবর্ধনে লিখেছেন, শ্রীলঙ্কায় কারফিউ এবং জরুরি অবস্থা দেখে আমি খুবই হতাশ। সরকার কখনই দেশের মানুষের প্রয়োজনীয়তাকে অগ্রাহ্য করতে পারে না।
মানুষের অধিকার আছে প্রতিবাদ করার। এই সমস্যা মানুষের তৈরি করা। যোগ্য মানুষই এর সমাধান করতে পারবে। এখন দোষারোপ না করে এক হয়ে সমস্যার সমাধানের চেষ্টা করা দরকার। জনতার প্রতিবাদের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে প্রাক্তন গতি তারকা লাসিথ মালিঙ্গা লিখেছেন, আমি শ্রীলঙ্কার মানুষের পাশে আছি। প্রাক্তনদের পাশাপাশি শ্রীলঙ্কার বর্তমান ক্রিকেটাররাও দেশের পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন।
হাসারাঙ্গা ডিসিলভা সোশ্যাল সাইটে লিখেছেন, একসঙ্গে থাকলেই আমরা শক্তিশালী হতে পারব। আইপিএলে থাকা ভানুকা রাজাপক্ষে লিখেছেন, এতদূর থেকেও আমি বুঝতে পারছি দেশের মানুষ কেমন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। নাগরিকদের ন্যূনতম অধিকারও কেড়ে নেওয়া হয়েছে।
ক্রিকেটার হিসেবে আমরা যে দেশে বড় হয়ে উঠেছি, যে দেশের প্রতিনিধিত্ব করি, মাতৃভূমি শ্রীলঙ্কার এমন অবস্থা দেখে নিজেদের আবেগ চেপে রাখা মুশকিল। ক্রিকেটার হিসেবে আমি যথাসম্ভব সাহায্য করতে চাই। কিন্তু আসল দায়িত্ব পালন করতে হবে দেশের সরকারকে।