বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের সময় কুলদীপ কুঁচকিতে চোট পেয়েছিলেন। তারপর থেকেই তিনি খেলার বাইরে ছিলেন। এবার নেটে বোলিং করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। ভিডিও শেয়ার করার পাশাপাশি একটি উল্লেখযোগ্য ক্যাপশনও দিয়েছেন কুলদীপ যাদব। ক্যাপশনে ভারতীয় স্পিনার লিখেছেন, “লকড ইন”। তিনি যে প্রস্তুত কামব্যাকের জন্য সেটাই বুঝিয়েছেন এই ভিডিওর মাধ্যমে।
advertisement
আরও পড়ুনঃ ভারতীয় ক্রিকেটে ফিরছে কোহলির আমলের নিয়ম! কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে বোর্ড
প্রসঙ্গত, চোট থেকে ফেরার পর বাঁ হাতি রিস্ট স্পিনার শীঘ্রই ফিটনেস পরীক্ষা দেবেন। একইসঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলারও কথা রয়েছে। সেই প্রস্তুতি ম্যাচ অগ্নিপরীক্ষা হতে চলেছে চায়নাম্যান স্পিনারের কাছে। ২০২৩ সালে ভারতের একদিনের বিশ্বকাপ ফাইনালে ওঠার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেলে নিজের সেরাটা দিতে প্রস্তুত কুলদীপ।
