TRENDING:

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দীর্ঘ দিন পর ভারতীয় দলে ফিরছেন তারকা প্লেয়ার! ভেলকি দেখবে প্রতিপক্ষ!

Last Updated:

ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় ক্রিকেট প্রেমিদের জন্য সুখবর। দীর্ঘ দিন চোটের কারণে বাইরে থাকার পর অবশেষে অনুশীলনে ফিরলেন টিম ইন্ডিয়ার চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর। দীর্ঘদিন চোটের কারণে বাইরে থাকার পর অবশেষে অনুশীলনে ফিরলেন টিম ইন্ডিয়ার চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও একদিনের সিরিজ খেলবে ভারতীয় দল। টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা হলেও ওডিআই সিরিজের দল এখনও ঘোষণা হয়নি। একদিনের সিরিজে দলে ফেরার লক্ষ্যে নেটে চেনা মেজাজে পাওয়া গেল কুলদীপ যাদবকে।
News18
News18
advertisement

বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের সময় কুলদীপ কুঁচকিতে চোট পেয়েছিলেন। তারপর থেকেই তিনি খেলার বাইরে ছিলেন। এবার নেটে বোলিং করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। ভিডিও শেয়ার করার পাশাপাশি একটি উল্লেখযোগ্য ক্যাপশনও দিয়েছেন কুলদীপ যাদব। ক্যাপশনে ভারতীয় স্পিনার লিখেছেন, “লকড ইন”। তিনি যে প্রস্তুত কামব্যাকের জন্য সেটাই বুঝিয়েছেন এই ভিডিওর মাধ্যমে।

advertisement

আরও পড়ুনঃ ভারতীয় ক্রিকেটে ফিরছে কোহলির আমলের নিয়ম! কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে বোর্ড

সেরা ভিডিও

আরও দেখুন
জঙ্গলের আড়ালে নিভে যাওয়া শিক্ষার প্রদীপ! মহাশ্বেতা দেবীর স্বপ্নের বিদ্যালয় অবহেলায় পড়ে
আরও দেখুন

প্রসঙ্গত, চোট থেকে ফেরার পর বাঁ হাতি রিস্ট স্পিনার শীঘ্রই ফিটনেস পরীক্ষা দেবেন। একইসঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলারও কথা রয়েছে। সেই প্রস্তুতি ম্যাচ অগ্নিপরীক্ষা হতে চলেছে চায়নাম্যান স্পিনারের কাছে। ২০২৩ সালে ভারতের একদিনের বিশ্বকাপ ফাইনালে ওঠার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেলে নিজের সেরাটা দিতে প্রস্তুত কুলদীপ।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দীর্ঘ দিন পর ভারতীয় দলে ফিরছেন তারকা প্লেয়ার! ভেলকি দেখবে প্রতিপক্ষ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল