TRENDING:

KPL-এর দুই প্লেয়ার গ্রেফতার, ফের ম্যাচ ফিক্সিং ভারতীয় ক্রিকেটে!

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু: কর্নাটক প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটার অভিযোগে আরও ২ প্লেয়ারকে গ্রেফতার করল ক্রাইম ব্রাঞ্চ অফ বেঙ্গালুরু৷ ২০১৯-এর কেপিএল-এ বেল্লারি টাস্কার্স-এর হয়ে ম্যাচে এই দুই প্লেয়ারের বিরুদ্ধে ম্যাচ-ফিক্সিংয়ের নানা প্রমাণ পাওয়া গিয়েছে৷ বেল্লারি টিমের অধিনায়ক সিএম গৌতম ও আবরার কাজিকে গ্রেফতার করা হয়েছে৷ সিএম গৌতম আইপিএল-এও সদস্য ছিলেন৷
advertisement

কেপিএল-এর ফাইনালে বেল্লারি বনাম হুবলির ম্যাচে গড়াপেটার অভিযোগ রয়েছে এই দুই প্লেয়ারের বিরুদ্ধে৷ ক্রাইম ব্রাঞ্চ সূত্রের খবর, স্লো ব্যাটিং-সহ একাধিক ম্যাচ ফিক্সিংয়ের জন্য ২০ লক্ষ টাকা নেন বুকিদের থেকে৷ কেপিএল ২০১৯-এর আরও একটি ম্যাচেও এঁদের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ রয়েছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গৌতম কর্নাটকের হয়ে রঞ্জি ট্রফিতেও খেলেছেন৷ আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ডেয়ার ডেভিলসে খেলেছেন তিনি৷ কাজি কর্নাটকের হয়ে একাধিক ম্যাচ খেলেছেন৷ বর্তমানে তিনি মিজোরামের হয়ে খেলেন৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
KPL-এর দুই প্লেয়ার গ্রেফতার, ফের ম্যাচ ফিক্সিং ভারতীয় ক্রিকেটে!