আর এই আন্তর্জাতিক মাতৃ দিবসকে সম্পূর্ণ ভিন্নভাবে উদযাপন করল আমরি হাসপাতাল। শনিবার আমরি হাসপাতালের মুকুন্দপুরে বাংলার খেলাধুলার জগতের বিভিন্ন কৃতীদের মায়েদের সম্মান প্রদর্শন করা হয় । ভারতের জাতীয় ফুটবল দলের সদ্য জায়গা পাওয়া আইএসএলে ইস্টবেঙ্গলের হয়ে দুর্দান্ত পারফর্ম করা হীরা মণ্ডল-এর মা বাসন্তী মন্ডল, ফুটবলার মোহাম্মদ রফিকের মা রুবিয়া বিবিকে সম্বর্ধনা দেন তাদের পুত্ররাই।
advertisement
ব্যতিক্রমী ভাবে আরেক মা, ময়দানের ফুটবল মাঠের সবার পরিচিত জনপ্রিয় 'লজেন্স মাসি' যমুনা দাসকে সংগঠিত করেন ফুটবলার হীরা মণ্ডল এবং মোহাম্মদ রফিক। এদের কারোর মা না হয়েও ময়দানের সবারই মা হিসেবে পরিচিত ছিলেন যমুনা দাস। তাঁকে সংবর্ধনা দিতে গিয়ে আবেগে চোখে জল রাখতে পারেননি হীরা মণ্ডল এবং মোহাম্মদ রফিক। এছাড়াও অলিম্পিক এবং জাতীয় রাইফেল শুটিং চ্যাম্পিয়ন মেহুলি ঘোষের মা মিতালী ঘোষকে সংবর্ধিত করেন মেহুলী স্বয়ং। লক্ষ নিরন্ন দরিদ্র দুস্থ মানুষের কাছে 'মা অন্নপূর্ণা' হিসেবে চিহ্নিত পাপিয়া করকেও এদিন সংবর্ধিত করা হয়। বর্তমানে ১০০এর ওপর নিরন্ন মানুষকে প্রতিদিন অন্ন যোগান পাপিয়া দেবী। এছাড়াও এসপ্ল্যানেডে ট্রাম ডিপোর পাশে ফুটপাতে শিশুদের জন্য একটি স্কুলও চালাচ্ছেন তিনি।
আরও পড়ুন যৌনরোগ থাকলে কি সন্তানধারণ করা যায়? সমস্যার সমাধান কী? জানালেন বিশেষজ্ঞ চিকিৎসক
এদিন এই মাতৃ দিবসের অনুষ্ঠানে আমরি হাসপাতালের সিইও রূপক বড়ুয়া জানান," বছরের প্রত্যেকটি দিনই আসলে মাদার্স ডে। আলাদা করে কোনও দিন উদযাপন করার যৌক্তিকতা নেই। তবুও এই বিশেষ মায়েদেরকে সংগঠিত করতে পেরে আমরা অত্যন্ত খুশি এবং গর্বিত। প্রত্যেক সন্তানের কাছেই তাঁর মা বন্ধু, দার্শনিক এবং পথনির্দেশক। জীবনের প্রত্যেকটা বন্ধুর, আঁকাবাঁকা পথে মায়ের সাহায্যের কোনও বিকল্প নেই। পৃথিবীর সমস্ত মায়েদেরকে আমাদের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম।"