নতুন এই ট্রফি রুপোর তৈরি হবে বলে আইএফএ সচিব জানিয়েছেন। এই ট্রফির ওজন হবে ৭ কেজি। বছর দুয়েক আগে আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়ও কলকাতা প্রিমিয়র লিগে ট্রফি চালু করেছিলেন। তবে এবারের সচিবের ভাবনায় ট্রফি হবে দারুণ ঝকঝকে। ইংলিশ প্রিমিয়র লিগের ট্রফি যেভাবে ঐতিহ্যশালী সেভাবেই নতুন এই ট্রফিকেও ঐতিহ্যশালী করে তোলার চেষ্টা করা হচ্ছে।
advertisement
এবারের কলকাতা লিগে ১৯৯ টি ম্যাচ হচ্ছে৷ তবে কোনও চ্যানেলে দেখা যাবে না এই ম্যাচ৷ সম্প্রচার হবে insports.tv দিয়ে৷ অনলাইন স্ট্রিমিং দেখার জন্য আগ্রহীদের ১৯৯ টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিতে হবে৷
আরও পড়ুন – DA Hike: সুখবর, সুখবর, সামনে ভোট, ‘এই’ সব রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বাড়ল এক ধাক্কায়
এদিকে এবারের কলকাতা প্রিমিয়ার লিগে কোনও বিদেশি ফুটবলার খেলাতে পারবে না কোনও দলই৷ এআইএফএফ স্থানীয় ফুটবল প্রতিভার ওপর জোর দিতেই এই যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে৷ তাদের মতে বিদেশি ফুটবলারদের উপস্থিতিতে হারিয়ে যাচ্ছেন ঘরোয়া তরুণ প্রতিভারাও৷
শুধু কলকাতা লিগই নয়, গোয়ার ঘরোয়া লিগেও বিদেশি ফুটবলার খেলানো যাবে না বলে আগেই ঘোষণা করে দিয়েছে সর্ব ভারতীয় ফুটবল সংস্থা৷