মুশফিকুর আউটের ছবি দিয়ে কলকাতা পুলিশ তাদের এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করেছে। বাংলাদেশি ব্যাটারের আউট হওয়া ধরনকে ব্যবহার করে সামাজিক সচেতনতার বার্তা দেওয়া হয়েছে। পোস্টে কলকাতা পুলিশের তরফ থেকে ক্যাপশনে লেখা হয়েছে,’লিঙ্ক হোক বা বল ছুঁলেই গ্যাঁড়াকল’। কলকাতা পুলিশের এই পোস্ট মুহর্তে ঝড় তুলেছে নেট দুনিয়ায়।
আসলে কলকাতা পুলিশ মনে করিয়ে দিতে চেয়েছে মোবাইলে আসা যে কোনও লিঙ্কে যেন ক্লিক না করা হয়। যার ফলে অনলাইন জালিয়াতির শিকার হতে পারে যে কেউ। ব্যাঙ্ক থেকে খোয়া যেতে পারে টাকাও। তাই ডেড হওয়ার আগে বল ও মোবাইলের লিঙ্ক দুই ছুঁলেই বিপদের বার্তা দিয়েছে কলকাতা পুলিশ।
advertisement
প্রসঙ্গত, মীরপুরে দ্বিতীয় টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু মাত্র ১৭২ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। বিরল আউট হওয়ার পাশাপাশি দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রানও করেন মুশফিকুর রহিম। দিনের শেষে চাপে নিউজিল্যান্ডও। কিউইদের স্কোর ৫৫ রানে ৫ উইকেট।