কিন্তু শেষ ওভারে বরুণকে বল দেওয়ার সিদ্ধান্ত আগে নেওয়া হয়নি। বল করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছিলেন ম্যাচে ২ উইকেট নিয়ে ভালো বোলিং করা শার্দুল ঠাকুর। কিন্তু শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্ত পাল্টে বরুণকে বল করতে পাঠান নীতিশ রানা। কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন নাইট ‘সেনাপতি’ ম্যাচে শেষে জানান তিনি। নীতিশ রানা বলেন,”আমি বুঝতে পারছিলাম না শেষ ওভার পেসারকে দেব না স্পিনারকে। কিন্তু বড় মাঠ ও স্লো উইকেটের কথা ভেবে শেষমেশ বরুণকে দেওয়ারই সিদ্ধান্ত নিই। আমার সিদ্ধান্তকে স্বাগত জানায় শার্দুল। ও বলেছিল যেটা মন বলছে সেটাই করো।”
advertisement
আরও পড়ুনঃ KKR vs SRH: সানরাইজার্সের বিরুদ্ধে ঘুড়ে দাঁড়াল কেকেআর, কীভাবে এল জয়, রইল সেরা ৫টি কারণ
প্রসঙ্গত, ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭১ রান করে কলকাতা নাইট রাইডার্স। নাইটদের হয়ে সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেন রিঙ্কু সিং। এছাড়া ৪২ রান করে নীতিশ রানা। ২৪ রানের ঝোডো ইনিংস খেলেন আন্দ্রে রাসেল। রান তাড়া করতে নেমে ৫৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল সানরাইজার্স। সেখান থেকে অধিনায়ক এডেন মার্কারাম ও হেনরিক ক্লাসেনের জুটিতে ম্যাচে ফেরে অরেঞ্জ আর্মি। ৭০ রানের পার্টনারশিপ করেন তারা। মার্করাম করেন ৪১ ও ক্লাসেন ৩৬। শেষের দিকে আবদুল সামাদ ২১ রানের ইনিংস খেললেও শেষ রক্ষা হয়নি। ২০ ওভারে ৮ উইকেটে ১৬৬ রান করে হায়দরাবাদ।