টালিগঞ্জ বনাম পিয়ারলেস ম্যাচের একমাত্র গোল নিয়ে যাবতীয় বিতর্কের সূত্রপাত। গত ১৮ জুলাই চুঁচুড়ায় পিয়ারলেস একমাত্র গোলে টালিগঞ্জকে হারায়। সেই গোল নিয়ে ‘অ্যান্টি ম্যাচ ফিক্সিং’ সংস্থা আইএফএ-কে চিঠি পাঠিয়ে সতর্ক করে। এর আগে ভারতীয় ফুটবলে ম্যাচ গড়াপেটা সিবিআই পর্যন্ত গড়িয়েছে। যা এখনও তদন্তাধীন।
আরও পড়ুন– নিউটাউনে জমি জালিয়াতি ! হিডকো, কেএমডিএ, নগরায়ণের জমি বিক্রি করছেন প্রতারকরা
advertisement
এদিন ম্যাচের ৮৭ মিনিটের মাথায় গোল করেন পিয়ারলেসের সাজন সাহানি । এবং ম্যাচটি জিতেও যায় তারা। এই গোলের ক্ষেত্রেই অভিযোগ উঠেছে। অভিযোগ সেই সময় ডিফেন্সে পিয়ারলেসের ফুটবলাররা অনেকেই সাজনের সামনে থাকলেও তারা তাকে আটকাতে যাননি। ফলে প্রায় বিনা বাধায় এসে গোল করে দিয়ে যান তিনি। সাহানি গোল করতে এগিয়ে যাওয়ার সময় সামনে ছিলেন শুধুমাত্র একজন ডিফেন্ডার ও গোলকিপার।