TRENDING:

Kolkata Football League: কলকাতা ফুটবল লিগে গড়াপেটার অভিযোগ ! তদন্তের জন্য পুলিশকে চিঠি আইএফএ-র

Last Updated:

Kolkata Football League Match Fixing: এই ম্যাচের বিষয়ে তদন্ত করার জন্য কলকাতা পুলিশের কাছে চিঠি দিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। ম্যাচ গড়াপেটা বিতর্কের নিষ্পত্তি টানতে কোনও রাজ্য ক্রীড়া নিয়ামক সংস্থার পুলিশের দ্বারস্থ হওয়ার ঘটনা এই প্রথমবার ঘটল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: চলতি মরুশুমে কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে এবার গড়াপেটার অভিযোগ ! পিয়ারলেস স্পোর্টস ক্লাব ও টালিগঞ্জ অগ্রগামীর মধ্যে ম্যাচটিতে গড়াপেটার অভিযোগ উঠেছে। এই ম্যাচের বিষয়ে তদন্ত করার জন্য কলকাতা পুলিশের কাছে চিঠি দিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। ম্যাচ গড়াপেটা বিতর্কের নিষ্পত্তি টানতে কোনও রাজ্য ক্রীড়া নিয়ামক সংস্থার পুলিশের দ্বারস্থ হওয়ার ঘটনা এই প্রথমবার ঘটল।
কলকাতা ফুটবল লিগে গড়াপেটার অভিযোগ ! তদন্তের জন্য পুলিশকে চিঠি আইএফএ-র (Representative Image)
কলকাতা ফুটবল লিগে গড়াপেটার অভিযোগ ! তদন্তের জন্য পুলিশকে চিঠি আইএফএ-র (Representative Image)
advertisement

টালিগঞ্জ বনাম পিয়ারলেস ম্যাচের একমাত্র গোল নিয়ে যাবতীয় বিতর্কের সূত্রপাত। গত ১৮ জুলাই চুঁচুড়ায় পিয়ারলেস একমাত্র গোলে টালিগঞ্জকে হারায়। সেই গোল নিয়ে ‘অ্যান্টি ম্যাচ ফিক্সিং’ সংস্থা আইএফএ-কে চিঠি পাঠিয়ে সতর্ক করে। এর আগে ভারতীয় ফুটবলে ম্যাচ গড়াপেটা সিবিআই পর্যন্ত গড়িয়েছে। যা এখনও তদন্তাধীন।

আরও পড়ুন– নিউটাউনে জমি জালিয়াতি ! হিডকো, কেএমডিএ, নগরায়ণের জমি বিক্রি করছেন প্রতারকরা

advertisement

এদিন ম্যাচের ৮৭ মিনিটের মাথায় গোল করেন পিয়ারলেসের সাজন সাহানি । এবং ম্যাচটি জিতেও যায় তারা। এই গোলের ক্ষেত্রেই অভিযোগ উঠেছে। অভিযোগ সেই সময় ডিফেন্সে পিয়ারলেসের ফুটবলাররা অনেকেই সাজনের সামনে থাকলেও তারা তাকে আটকাতে যাননি। ফলে প্রায় বিনা বাধায় এসে গোল করে দিয়ে যান তিনি। সাহানি গোল করতে এগিয়ে যাওয়ার সময় সামনে ছিলেন শুধুমাত্র একজন ডিফেন্ডার ও গোলকিপার।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Kolkata Football League: কলকাতা ফুটবল লিগে গড়াপেটার অভিযোগ ! তদন্তের জন্য পুলিশকে চিঠি আইএফএ-র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল