TRENDING:

ধোনি কন্যা তাঁর বাবা-র দলে নয়, ভিডিওতে জিভা -র মুখে অন্য কার নাম!

Last Updated:

এমএস ধোনি চেন্নাই সুপার কিংসের অবিসংবাদিত রাজা ৷ তাঁর জনপ্রিয়তা নিয়ে আসমুদ্র হিমাচলে কারোর মনে কোনও সংশয় নেই ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই : এমএস ধোনি চেন্নাই সুপার  কিংসের অবিসংবাদিত রাজা ৷ তাঁর জনপ্রিয়তা নিয়ে আসমুদ্র হিমাচলে কারোর মনে কোনও সংশয় নেই ৷ কিন্তু এ যে একেবারে ‘বাঘের ঘরে ঘোঘের বাসা’ ৷ জানেন কি তাঁর কন্যা জিভা ধোনি কিন্তু চেন্নাই সুপার কিংসের ভক্ত নন ৷
advertisement

চমকে উঠবেন না ৷ রোহিত শর্মা একটি দারুণ মজার ভিডিও পোস্ট করেছেন ৷ ভিডিওতে .জিভাকে দিয়ে একটা কথা বলানো হচ্ছে আর তারপরেই হাসিতে ফেটে পড়লেন ‘হিটম্যান ’ ৷ তবে চেন্নাই সুপার কিংস ফ্যানরা এই ভিডিও দেখলে এভাবে হাসতে পারবেন বলে মনে হয় না ৷

রোহিতের এই পোস্টের পরেই টুইটারও দারুণ সক্রিয়  হয়ে ওঠে ৷ সকলেই দারুণ মজা পেয়েছেন জিভা ধোনির পছন্দের দলের নাম তার মুখ থেকেই জেনে ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ধোনি কন্যা তাঁর বাবা-র দলে নয়, ভিডিওতে জিভা -র মুখে অন্য কার নাম!