TRENDING:

KL Rahul: ইংল্যান্ড সফর নয়! নিজের পরবর্তী টার্গেট সেট করে ফেলেছেন কেএল রাহুল

Last Updated:

KL Rahul: দিল্লি ক্যাপিটালস তারকা কেএল রাহুল সম্প্রতি জানিয়েছেন, টি-২০ ক্রিকেট থেকে কিছুটা দূরে থাকাই তাঁর খেলার ধরনে বড় ধরনের পরিবর্তন আনতে সাহায্য করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিল্লি ক্যাপিটালস তারকা কেএল রাহুল সম্প্রতি জানিয়েছেন, টি-২০ ক্রিকেট থেকে কিছুটা দূরে থাকাই তাঁর খেলার ধরনে বড় ধরনের পরিবর্তন আনতে সাহায্য করেছে। ৩৩ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটার স্বীকার করেছেন যে প্রায় ১৬ থেকে ১৮ মাস আগে তিনি বুঝতে পারেন, খেলার গতি দ্রুত বদলে যাচ্ছে এবং প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে স্ট্রাইক রেট বাড়ানো এবং আধুনিক টি-টোয়েন্টির চাহিদা অনুযায়ী নিজেকে মানিয়ে নেওয়া জরুরি।
(Photo Courtesy- AP)
(Photo Courtesy- AP)
advertisement

এক সময় টি-২০ ফরম্যাটে স্ট্রাইক রেটকে “ওভাররেটেড” বলে মন্তব্য করেছিলেন রাহুল। কিন্তু আইপিএল ২০২৫-এ তাঁর খেলা দেখে বোঝা গেছে, এখন তিনি অনেক বেশি আগ্রাসী মেজাজে খেলছেন। দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রথম মরশুমেই রাহুল ৫০০-র বেশি রান করে ফেলেছে , স্ট্রাইক রেট প্রায় ১৫০। আইপিএলে ভাল খেলার পর টি-২০ দলে ফেরাকে টার্গেট করেছেন কেএল রাহুল। আগামী বছর টি-২০ বিশ্বকাপ খেলারও ইচ্ছে প্রকাশ করেছেন। কেএল রাহুল বলেন, “হ্যাঁ, আমি আবার টি-টোয়েন্টি দলে ফিরতে চাই এবং বিশ্বকাপ আমার মাথায় আছে। তবে এই মুহূর্তে আমি কেবল উপভোগ করতে চাই কিভাবে খেলছি।”

advertisement

ভারতের হয়ে ৭২টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রাহুল, স্ট্রাইক রেট ১৩৯। শেষবার ভারতের টি-টোয়েন্টি দলে তাঁকে দেখা গিয়েছিল ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে। এরপর ঋষভ পন্থ ও সঞ্জু স্যামসনের মতো খেলোয়াড়দের দিকেই ঝুঁকেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলেও তিনি ছিলেন না।

advertisement

তবে আইপিএলে তাঁর চাহিদা এতটুকু কমেনি। গত বছরের মেগা অকশনে দিল্লি ক্যাপিটালস তাঁকে ১৪ কোটি টাকায় দলে নেয়। নিজের পরিবর্তিত টি-টোয়েন্টি মানসিকতা নিয়ে রাহুল বলেন, “আমার কিছুটা সময় লেগেছে সাদা বলের খেলাটি নিয়ে ভাবার জন্য। আমি আমার আগের পারফরম্যান্স নিয়ে খুশি ছিলাম। কিন্তু ১২ থেকে ১৫ মাস আগে বুঝতে পারলাম, খেলা একটু এগিয়ে যাচ্ছে – বা বলা যায়, গতি অনেক বেড়েছে। এখন এমন দলগুলোই বেশি জেতে, যারা বেশি বাউন্ডারি মারে। যারা বাউন্ডারি কম মারে, তারা হয়তো স্মার্ট খেলে, কিন্তু শেষমেশ বেশিরভাগ সময় হারে। এটাই এখন সাদা বলের ক্রিকেটের নতুন দিশা। আর টি-টোয়েন্টি দল থেকে কিছুটা বাইরে থাকার সময়টুকু আমাকে নিজের খেলা নতুনভাবে ভাবার সুযোগ দিয়েছে।”

advertisement

আরও পড়ুনঃ IND vs ENG: ইংল্যান্ড সফরে কেমন হবে ভারতীয় ব্যাটিংয়ের টপ অর্ডার? জানিয়ে দিলেন টিম ইন্ডিয়ার তারকা!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

টি-টোয়েন্টিতে উপেক্ষিত হলেও ওয়ানডে ও টেস্ট দলে রাহুল এখনও গুরুত্বপূর্ণ। বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে ভারতের প্রথম পছন্দের উইকেটকিপার ছিলেন তিনি। সামনে রয়েছে ইংল্যান্ড সফর। ২০ জুন থেকে ৪ আগস্ট পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিলের অধীনে ইনিংস ওপেন করতে দেখা যাবে রাহুলকে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
KL Rahul: ইংল্যান্ড সফর নয়! নিজের পরবর্তী টার্গেট সেট করে ফেলেছেন কেএল রাহুল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল