২০২২ আইপিএলের জন্য মেগা নিলাম হবে। তার আগে আটটি দল ক্রিকেটারদের রিটেইন ও রিলিজ করে দিয়েছে। প্রতিটি দল চারজন করে ক্রিকেটারকে রিটেইন করার অনুমতি পেয়েছে। তবে রিটেইন ও রিলিজ পর্ব শেষ হওয়ার পর ছবিটা পরিষ্কার হয়ে গিয়েছে। বোঝা যাচ্ছে, লখনউ দলের ক্যাপ্টেন কে হতে পারেন!
advertisement
লখনউ ফ্র্যাঞ্চাইজি কে এল রাহুলকে দলের ক্যাপ্টেন হিসাবে চাইছে। ৩০ নভেম্বর পর্যন্ত কে এল রাহুলের সঙ্গে পাঞ্জাব কিংসের চুক্তি ছিল। নিয়ম অনুযায়ী, এই সময়ের মধ্যে কে এল রাহুল অন্য কোনও দলের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন না। কিন্তু পঞ্জাব অভিযোগ করছে, কে এল রাহুল দীর্ঘদিন ধরেই লখনউয়ের কর্তাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন। এই নিয়ে কে এল রাহুলের নামে বিসিসিআই-এর কাছে অভিযোগও করেছে পঞ্জাব কিংস।
শোনা যাচ্ছে, কে এল রাহুলকে ২০ কোটি টাকায় দলে নিতে পারে লখনউ। আর তাঁকেই ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হতে পারে। লখনউয়ের কর্তারা নাকি অনেকদিন ধরেই কে এল রাহুলের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। তবে এবার রিটেইন ও রিলিজ পর্ব শেষ হওয়ার আর কোনও রাখঢাক থাকছে না।
পঞ্জাব তাদের ক্যাপ্টেনও তারকা ব্যাটার কে এল রাহুলকে রিটেইন করেনি। কে এল রাহুল নিজেও জানিয়েছিলেন, তিনি ২০২২ আইপিএলের জন্য নিলামে অংশ নিতে চান। সেই মতো এবার লখনউ তাঁকে দলে নিতে পারে। একেবারে নতুন ফ্র্যাঞ্চাইজির ক্যাপ্টেন হতে পারেন ভারতীয় দলের এই তারকা ওপেনার।
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন সঞ্জীব গোয়েঙ্কার লখনউ ফ্র্যাঞ্চাইজি এবার আইপিএলে বিরাট কিছু প্রত্যাশা করছে না। আর সেটা দলের কর্ণধার নিজেই জানিয়েছিলেন। তবে কে এল রাহুল অধিনায়ক হল দল ভাল কিছু আশা করতেও পারে। কারণ পঞ্জাবের হয়ে দুরন্ত ব্যাটিং করেছেন কে এল। তবে বারবার তীরে এসে তরী ডুবেছে পঞ্জাবের।