TRENDING:

KKR's Andre Russell Dances to SRK's 'Lutt Putt Gaya': কেকেআর-এর জয়ের পরে ‘লুট পুট গ্যয়া’ গানে নাচলেন আন্দ্রে রাসেল, সঙ্গে পা মেলালেন অনন্যাও, ভাইরাল ভিডিও

Last Updated:

চূড়ান্ত ম্যাচে শেষ হাসি হেসেছে বলিউড বাদশা শাহরুখ খানের দল। কেকেআর শিবিরে উচ্ছ্বাস ছিল বাঁধভাঙা! তারই ঝলক মিলল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চেন্নাই: গত রবিবার চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ছিল আইপিএল ২০২৪-এর ফাইনাল। মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ)। চূড়ান্ত ম্যাচে হাসি হাসল  বলিউড-বাদশা শাহরুখ খানের দল। কেকেআর শিবিরে উচ্ছ্বাস ছিল বাঁধভাঙা! তারই ঝলক মিলল।
KKR's Andre Russell Dances to SRK's 'Lutt Putt Gaya'
KKR's Andre Russell Dances to SRK's 'Lutt Putt Gaya'
advertisement

কেকেআর-এর অল-রাউন্ডার তারকা আন্দ্রে রাসেলের একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই ভিডিও-য় শাহরুখের ‘ডাঙ্কি’ ছবির সুপারহিট ‘লুট পুট গ্যয়া’ গানে বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের সঙ্গে চুটিয়ে নাচতে দেখা গিয়েছে জামাইকান ক্রিকেট তারকাকে।

আইপিএল ফাইনালে উপস্থিত ছিলেন অনন্যা পাণ্ডে-ও। শাহরুখ-গৌরীর কন্যা সুহানার সঙ্গেই দেখা গিয়েছিল তাঁর দুই বন্ধু অনন্যা পাণ্ডে এবং শানায়া কাপুরকে। কেকেআর-এর জয় উদযাপনের ভাইরাল হওয়া ভিডিও-য় অল-ব্ল্যাক লুকে কুল অবতারে ধরা দিয়েছেন রাসেল। অন্য দিকে  অনন্যার পরণে ছিল একটি স্ট্র্যাপলেস উজ্জ্বল কমলা রঙের ড্রেস। জামাইকান ক্রিকেট তারকা রাসেলকে ‘ডাঙ্কি’ ছবির ‘লুট পুট গ্যয়া’ গানের হুক স্টেপ শেখাতে দেখা গিয়েছে অনন্যাকে।

advertisement

আইপিএল ফাইনালের পরের দিন সকালের দিকে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি ভাগ করে নিয়েছিলেন অনন্যা। সুহানা খান এবং শানায়া কাপুরের সঙ্গে আইপিএল ট্রফি নিয়ে দেখা গিয়েছে তাঁকেও। তিন স্টার-কিডকে দেখেই চোখ কপালে উঠবে… কাকে ছেড়ে কাকে দেখবেন?

চিপক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদকে আট উইকেটে পরাস্ত করেছে কেকেআর। এই দলের মালিকানা শাহরুখ খান এবং জুহি চাওলার। উপস্থিত ছিলেন দুই বলিউড তারকাই। ফাইনাল ম্যাচের দিন শাহরুখের পাশেই দেখা গিয়েছিল তাঁর ইন্টেরিয়র ডিজাইনার স্ত্রী গৌরীকে। শুধু তা-ই নয়, এই তারকা দম্পতির তিন সন্তান সুহানা, আরিয়ান এবং আব্রামকেও কেকেআর-এর হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছিল।

advertisement

কেকেআর-এর জয়ের পরে গ্যালারিতে তৈরি হয়েছিল এক আবেগঘন মুহূর্ত। শাহরুখ-কন্যা সুহানা চোখের জল ধরে রাখতে পারেননি। জড়িয়ে ধরেন বাবাকে। এরপর ছুটে আসে ছোট্ট আব্রাম। সে-ও দিদির মতোই জড়িয়ে ধরে বাবাকে। আরিয়ানকেও সেই মুহূর্তে সামিল হতে দেখা যায়। আর এই ভিডিওই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

বাংলা খবর/ খবর/খেলা/
KKR's Andre Russell Dances to SRK's 'Lutt Putt Gaya': কেকেআর-এর জয়ের পরে ‘লুট পুট গ্যয়া’ গানে নাচলেন আন্দ্রে রাসেল, সঙ্গে পা মেলালেন অনন্যাও, ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল