টস জিতে ঘরের মাঠে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন হার্দিক পান্ডিয়া। ইনিংসের শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে কলতাতা নাইট রাইডার্স। সুনীল নারিন, কুইন্টন ডিকক, অজিঙ্ক রাহানে, রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, মনীশ পাণ্ডেরা সকলেই ব্যর্থ। মুম্বইয়ের বোলিংয়ের সামনে এদিন দাঁড়াতে পারেনি কেউ।
কেকেআরের ব্যাটিংয়ে আংক্রিশ রঘুবংশী ২৬ ও রমনদীপ সিংয়ের ২২ রানের ইনিংস না খেললে আরও লজ্জাজনক স্কোরের সম্মুখীন হতে হত। এছাড়া কোনও কেকেআর ব্যাটার ২০-র গন্ডি টপকাতে পারেনি। মুম্বই হয়ে নজর কাড়েন তরুণ পেসার অশ্বিনী কুমার। আইপিএল অভিষেকে ভারতীয় পেসার হিসেব ৪ উইকেট নিয়ে নজির গড়েন তিনি। ১৬.২ ওভারে ১১৬ রানে অলআউট হয়ে যায় কেকেআর।
advertisement
১১৭ রানের ছোট টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেন রোহিত শর্মা ও রায়ান রিকেলটন। বিশেষ করে একের পর এক মারকাটারি শট খেলেন রিকেলটন। ওপেনিং জুটিতে ৪৬ রান করেন তারা। ভাল শুরু করে এদিনও বড় স্কোর করতে পারেননি রোহিত শর্মা। ১৩ রান করে আউট হন তিনি। এরপর ক্রিজে আসেন উইল জ্যাকস।
আরও পড়ুনঃ শাহরুখ খান কার কথায় কেকেআর কিনেছিলেন? নামটা চমকে দেবে আপনাকে, গ্যারান্টি!
রোহিত আউট হলেও নিজের ইনিংস চালিয়ে যান রায়ান রিকলটন। মাত্র ৩৩ বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। উইল জ্যাকসের ৪৫ রানের পার্টনারশিপ করেন তিনি। জ্যাকস ১৬ রান করে আউট হওয়ার পর নামেন সূর্যকুমার যাদব। ক্রিজে এসেই বিধ্বংসী মেজাজে ব্যাটিং করেন তিনি। ১২.৫ ওভারে জয় পায় মুম্বই। ৬২ ও ২৭ রানে অপরাজিত থাকেন রিকলটন ও সূর্যকুমার।