সব থেকে বড় ব্যাপার, শুভমান গিল দলে থাকবেন কিনা তা নিয়ে জল্পনা রয়েছে। থাকলেও তিনি সহ-অধিনায়ক হবেন কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। আর অন্যদিকে রিঙ্কু সিংয়ের দলে থাকা নিয়ে প্রশ্ন।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে জায়গা পাননি রিঙ্কু সিংহ। নির্বাচক প্রধান অজিত আগরকর জানান, দলের ভারসাম্য রক্ষার কারণেই রিঙ্কুকে বাইরে রাখতে হয়। এবার এশিয়া কাপের দলেও রিঙ্কুর জায়গা পাওয়ার সম্ভাবনা প্রায় নেই। উল্লেখ্য, আইপিএল থেকেই তাঁর উত্থান। আইপিএলে যশ দয়ালের ওভারে টানা পাঁচটি ছক্কা মেরে কলকাতা নাইট রাইডার্সকে জিতিয়েছিলেন। সেই থেকে প্রচারের আলোয় রিঙ্কু।
advertisement
আরও পড়ুন- ‘ওর জন্য আমার মনে স্পেশাল জায়গা..’, পন্থকে খুল্লমখুল্লা ‘ভালবাসা’ হেডেনের মেয়ের!
এদিকে, টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলে জায়গা না পাওয়ার পর থেকে রিঙ্কুর কেরিয়ারের গ্রাফ কিছুটা নিম্নগামী। তাঁকে অবশ্য স্ট্যান্ডবাই হিসেবে টি–টোয়েন্টি বিশ্বকাপে নিয়ে যাওয়া হয়েছিল। তবে খেলতে পারেননি।
২০২৪ ও ২০২৫ আইপিএলে রিঙ্কুকে ফিনিশারের ভূমিকায় খেলিয়েছে কেকেআর। ফলে একটানা ম্যাচে খুব কম বল খেলেছেন তিনি। এত কম বল খেলার ফলে জাতীয় দলে সুযোগ পাওয়ার দৌড়ে তিনি কী ভাবে টিকে থাকবেন?
এদিকে, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক বর্মা, সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়াকে দল থেকে সরানোর জায়গা নেই। যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুলের সুযোগ পাওয়া মুশকিল। আর এবার রিঙ্কুর নামও বাদ পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।