দেশের পাশাপাশি বিদেশের মাটিতে সামনভাবে জনপ্রিয়তার শিখরে পৌছেছে জাওয়ান। সিনেমার ‘রমাইয়া বস্তাবইয়া’ গানে নাচেন আন্দ্রে রাসেল। কোন একটি পার্টিতে নাচতে দেখা যায় রাসেলকে। সেই ভিডিও আবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে কলকাা নাইট রাইডার্স। যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।
ভিডিওটি নজর এড়ায়নি স্বয়ং কিং খানেরও। ভিডিও দেখে প্রতিক্রিয়া দেন শাহরুখ খান। রাসেলের নাচ দেখার পাশাপাশি মজার ছলে নিজের আবদারও রাসেলকে জানিয়েছেন বলিউড বাদশাহ। শাহরুখ খান লেখেন,”রবিবার ট্রফিটা জিততে হবে। তাহলে আমি ‘জ়িন্দা বান্দা হো’ গানে নাচ শেখাব। খুব ভাল খেলেছ, সকলকে ভালবাসা।”
আরও পড়পনঃ Knowledge Story: বলুন তো ইংরেজিতে সবথেকে লম্বা শব্দ কী? এক সুযোগে উচ্চারণ করতে পারলে আপনি জিনিয়াস
এমনিতেই বিন্দাস লাইফ লিড করে থাকেন আন্দ্রে রাসেল। জাওয়ানের গানে নাচের ভিডিওতেও রাসেলকে দেখা যায় ‘রমাইয়া বস্তাবইয়া’ গানে মন খুলে নাচছেন আন্দ্রে রাসেল। সঙ্গে রয়েছেন এক সঙ্গীও। রাসেলের নেচে মজেছেন নেটিজেনরা।