একসময় শাহরুখের আইপিএল দল কেকেআরের অধিনায়ক ছিলেন সৌরভ। দীর্ঘ দিন পর সেই আইপিএলের মঞ্চেই মুখোমুখি সাক্ষাৎ দুই তারকার। তবে মহিলা আইপিএলের মঞ্চে। উইমেন্স প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে পারফরম্যান্সের জন্য প্রস্তুতি সারছিলেন শারহুখ। চিন্নস্বামী স্টেডিয়ামে প্রস্তুতি সারছিল দিল্লির মহিলা দল। উপস্থিত ছিলেন দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়।
প্রস্ততির সময় শাহরুখ খান গিয়ে দেখা করেন মহিলা ক্রিকেটারদের সঙ্গে। সেখান সৌরভ আসতেই একে-অপরকে আলিঙ্গন করেন। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নিজের হোয়াট্সঅ্যাপ চ্যানেলে সেই ভিডিয়ো শেয়ার করেছেন সৌরভ। লিখেছেন,”বহু দিন পর শাহরুখের সঙ্গে দেখা হয়ে বেশ ভালো লাগল। ডব্লিউপিএলের সকল দলকে নতুন মরসুমের শুভেচ্ছা।”
প্রসঙ্গত, ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টা থেকে এই অনুষ্ঠান শুরু হতে চলেছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ ছাড়াও পারফরম্যান্স করবেন কার্তিক আরিয়ান, টাইগার শ্রফ, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মলহোত্রা এবং শাহিদ কপুর।