আরও পড়ুন - Chris Gayle on IPL: অভিমান ভুলে আইপিএল কাঁপাতে পরের বছর আবার ফিরছেন ইউনিভার্স বস!
ফলে যা হওয়ার তাই হয়েছে। প্রচুর রান দিয়ে ফেললেন ওই একটা ওভারে। ওই ওভার না হলে কেকেআরকে অন্তত ৩০ রান কম তারা করতে হত। তবে এই প্রথম নয়। এর আগেও পৃথ্বী শর বিরুদ্ধে এক ওভারে হাফ ডজন বাউন্ডারি এবং ওভারে চারটি ছয় খাওয়ার নজির আছে তার। আইপিএলে ওভারে পাঁচটি ছয় খাওয়ার নজির আছে রাহুল শর্মা, শেলডন কট্রেল, হর্ষল প্যাটেলদের।
advertisement
নিঃসন্দেহে বলা যায় ওই একটা ওভার ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দিয়েছিল লখনউয়ের দিকে। নিঃসন্দেহে এমন জঘন্য পারফরম্যান্সে আঙ্গুল তুলতে হয় বোলিং কোচ ভরত অরুনের দিকে। লখনউ-এর হয়ে এই ম্যাচে অর্ধ-শতরান করেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি কক। দক্ষিণ আফ্রিকার কুইন্টন (৫০) ডি কক ছাড়াও এই ম্যাচে রান পেয়েছেন ছন্দে থাকা দীপক হুডা (৪১)।
অল্পের জন্য অর্ধ শতরান হাতছাড়া করলেও তাঁর ঝোড়ে ইনিংস প্রশংসার দাবি রাখে। এ দিন রান পাননি লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুল। একটি বল না খেলেই রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে। এদিন ৪ ওভারে ৫০ রানের বিনিয়মে মাভি ১টি উইকেট পান এই তরুণ পেসার। কেকেআর-এর হয়ে রান চাপার কাজটি করেন আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন। তরুণ পেসার শিবমের জন্য এটা মোটেও ভাল বিজ্ঞাপন হয়ে থাকল না