TRENDING:

ভারতের কোচ গম্ভীর! ২৪ ঘণ্টার মধ্যে বড় ঘটনা, বোর্ডকে 'বিরাট' শর্ত গৌতমের

Last Updated:

Gautam Gambhir may be the Team India coach: এই মরসুমে গম্ভীর কেকেআরের মেন্টর। তিনি দলকে ফাইনালে নিয়ে গেছেন। গম্ভীর কোচ হিসেবে তাঁর দক্ষতা দেখিয়েছেন গোটা বিশ্বকে। রিপোর্ট অনুযায়ী, চেন্নাইয়ে বিসিসিআই কর্মকর্তারা আইপিএল ফাইনালের পর গম্ভীরের সাথে আলোচনা করতে পারেন। উল্লেখ্য, বিসিসিআই ২৮ মে পর্যন্ত কোচের জন্য আবেদন করার সময়সীমা বেঁধে দিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হতে আগ্রহী। কিন্তু তার জন্য তিনি বিসিসিআইয়ের সামনে একটি শর্ত রেখেছেন। গম্ভীর তখনই কোচ পদের জন্য আবেদন জমা দেবেন, যখন বিসিসিআই তাঁকে কোচ করা হবে বলে ইঙ্গিত দেবে।
advertisement

বিসিসিআই গম্ভীরকে কোচ করতে আগ্রহী। তবে বোর্ড তাঁকে ছাড়াও অন্য কারও সঙ্গে কোচ হিসেবে দায়িত্ব নেওয়া জন্য কথা বলবে, এই ব্যাপারটা নাকি গম্ভীরের একেবারে পছন্দ নয়।

এই মরসুমে গম্ভীর কেকেআরের মেন্টর। তিনি দলকে ফাইনালে নিয়ে গেছেন। গম্ভীর কোচ হিসেবে তাঁর দক্ষতা দেখিয়েছেন গোটা বিশ্বকে। রিপোর্ট অনুযায়ী, চেন্নাইয়ে বিসিসিআই কর্মকর্তারা আইপিএল ফাইনালের পর গম্ভীরের সাথে আলোচনা করতে পারেন। উল্লেখ্য, বিসিসিআই ২৮ মে পর্যন্ত কোচের জন্য আবেদন করার সময়সীমা বেঁধে দিয়েছে।

advertisement

আরও পড়ুন- সুখের সংসারে ভাঙন, পান্ডিয়া-নাতাশার বিয়ে ভাঙছে! বউয়ের সঙ্গে চলে যাবে সম্পত্তিও!

রিপোর্টে এটাও বলা হয়েছে, গম্ভীর এই বিষয়ে কেকেআর দলের মালিক শাহরুখের সাথে কথা বলেননি। যতক্ষণ না বিসিসিআই তাঁকে কোচ হওয়ার ব্যাপারে স্পষ্ট করে কিছু না বলে, ততক্ষণ তিনি কেকেআরের মালিকের সাথে কথা বলতে যাবেন না।

advertisement

অন্যদিকে, বিসিসিআই সেক্রেটারি জয় শাহ স্পষ্ট করেছেন, এই পোস্টের জন্য ভারতীয় বোর্ড বা তাদের তরফে কোনও অস্ট্রেলিয়ান ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করা হয়নি। মিডিয়াতে যে প্রতিবেদনগুলি চলছে তা ভুল। জয় শাহ শুক্রবার একটি বিবৃতি জারি করে স্পষ্ট করে বলেছেন, এই গুজবের কোন সত্যতা নেই।

রাহুল দ্রাবিড়ের মেয়াদ ২০২৪ সালের T20 বিশ্বকাপের পর শেষ হবে। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ১৩ মে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভারতীয় পুরুষ দলের নতুন কোচের জন্য আবেদন চেয়েছিল। ভারতের পরবর্তী প্রধান কোচের নিয়োগ হবে ১ জুলাই, ২০২৪ থেকে ৩১ ডিসেম্বর, ২০২৭ পর্যন্ত।

advertisement

আরও পড়ুন- IPL Final: আইপিএল ফাইনাল লাইন আপ তৈরি, জমাটি লড়াইয়ের আশায় KKR vs SRH

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে প্রায় ৩০০ বছরেরও বেশি প্রাচীন একটি রাজবাড়ি, এক টুকরো ইতিহাস
আরও দেখুন

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংকে বিসিসিআই কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিল বলে খবর ছিল। সম্প্রতি ভারতের পরবর্তী প্রধান কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের পরিবর্তে তার সাথে যোগাযোগ করা হয়েছে বলে দাবি করেছিলেন তিনি নিজেও। পন্টিং আইসিসিকে বলেছিলেন, “আইপিএল চলাকালীন কথা হয়েছিল। শুধুমাত্র আমার আগ্রহ আছে কি না তা জানার জন্য। তবে আমি আপাতত রাজি নই।”

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ভারতের কোচ গম্ভীর! ২৪ ঘণ্টার মধ্যে বড় ঘটনা, বোর্ডকে 'বিরাট' শর্ত গৌতমের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল