দিল্লির বিরুদ্ধে কঠিন ম্যাচে কেকেআরের জয়ের পিছনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিংদের। ম্যাচ শেষে সতীর্থদের প্রশংসায় ভরিয়ে দিলেন কেকেআর অধিনায়ক। বিশেষ করে নারিনের ভূয়সী প্রশংসা করেন রাহানে। তিনি বলেন, ১৪তম ওভারে নারিন অক্ষর প্যাটেল ও ট্রিস্টান স্টাবসের উইকেট নেন। ১৬তম ওভারে নেন ফাফ ডুপ্লেসির উইকেট। নারিন দু ওভারেই খেলাটা ঘুরিয়ে দিল। তাতে ম্যাচের রাশ আমাদের হাতে চলে আসে।”
advertisement
এছাড়াও অজিঙ্কে রাহানে বলেছেন,”নারিন তো এই দলের চ্যাম্পিয়ন বোলার। ও এর আগেও দলের হয়ে অসংখ্য ম্যাত উইনিং পারফরম্যান্স দিয়েছে। নারিন আর বরুণকে পেয়ে আমার কাজটা অনেক সহজ হয়ে গিয়েছে।” তবে রাসেলের প্রশংসা করে সকলকে একটু অবাকই করে দিয়েছেন রাহানে। বোলিং ভাল করলেও ব্যাটিংয়ে দিল্লির বিরুদ্ধেও ব্যর্থ হয়েছেন রাসেল।
আরও পড়ুনঃ KKR News: কেকেআর জার্সিতে বিশ্বরেকর্ড গড়লেন নারিন, এমন নজির ক্রিকেট দুনিয়ায় কারও নেই
রাহানে জানিয়েছেন, রাসেল ভাল বোলিং করেছেন। ব্যাটিংয়েও দলকে সাহায্য করছে। অনুশীলনে নারিন আর রাসেল সবার আগে চলে আসেন। দীর্ঘ সময় নেটে কাটান। পারফরম্যান্স উন্নত করার জন্য ও অনেক পরিশ্রম করছে বলেও জানিয়েছেন রাহানে। একইসঙ্গে প্লে অফ নিয়ে এখনই ভাবতে নারাজ। একটি একটি করে ম্যাচ জয়ের লক্ষ্যে এগোতে চাইছেন কেকেআর অধিনায়ক।