ক্যাপ্টেন রানা দুর্দান্ত ফর্মে রয়েছেন এই মরশুমে। তবে খেলার বাইরে এবার তাঁর টেনশন করার মতো একটা ঘটনা ঘটে গেল। তাঁর স্ত্রী সাচি মারওয়াহকে সম্প্রতি দুজন দুষ্কৃতি তাড়া করেছিল। এমন ভয়ঙ্কর ঘটনার পর কেকেআর ক্যাপ্টেনের স্ত্রী রীতিমতো আতঙ্কিত।
অফিসের কাজ শেষ করে সাচি যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন, তখন দুটি ছেলে তাঁকে অনুসরণ করতে শুরু করে। সেই সময় তারা সাচির চলন্ত গাড়িতেও ধাক্কা দেয়।
advertisement
আরও পড়়ুন-নীরজ চোপড়া আবার গর্বিত করলেন ভারতকে! সোনা জিতেও খুশি নন সোনার ছেলে
সাচি কোনওরকমে বিপদ এড়িয়ে বাড়িতে পৌঁঁছন। নিরাপদে বাড়িতে পৌঁছানোর পরে তিনি যখন পুলিশকে ফোন করে অভিযোগ দায়ের করেন, তখনপুলিশের কাছ থেকে খুব অবাক করা উত্তর পান।
ক্রিকেটারের স্ত্রী তাঁর ইন্সটা স্টোরিতে দুজন বাইক আরোহী ছেলের ছবি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘দিল্লিতে একটা সাধারণ দিন ছিল এটা আমার জন্য। অফিস থেকে বাড়িতে ফিরছিলাম। এই দুটি ছেলে বেশ কয়েকবার আমার গাড়িতে আঘাত করেছে। আমি জানি না কেন তারা আমাকে অনুসরণ করছিল।
তিনি আরও লিখেছেন, ‘আমি যখন দিল্লি পুলিশকে এই বিষয়ে তথ্য দিলাম, তখন তাদের পক্ষ থেকে আমাকে বলা হল, আপনি যখন নিরাপদে বাড়িতে পৌঁছে গিয়েছেন, তখন এই নিয়ে আর মাথা ঘামানোর প্রয়োডন নেই। পরের বার এই ধরনের দুর্ঘটনা ঘটলে কোথায় ফোন করবেন, সেই নম্বর লিখে রাখুন।