শুধু তাই নয়, নাইট স্পিনারদের টিপস দেওয়া সত্বেও তা কাজে লাগাতে পারলেন না সুনীল নারিন, বরুণ চক্রবর্তীরা। মুম্বইয়ের বিরুদ্ধে হেরে পরপর দুই ম্যাচে হারতে হল কলকাতাকে। তবে এই পরিস্থিতি কাটিয়ে উঠতে চাইছেন দলের অধিনায়ক নীতিশ রানা। ব্যাট হাতে পাননি তিনি, তবুও তিনি মনে করেন আরও ১৫-২০ রান করতে পারলে ম্যাচ জেতা সম্ভব হত।
advertisement
আরও পড়ুন - Ravi Shastri: 'সৌরভের উচিত কোচিং না করে ঠান্ডা ঘরে বসা '! মহারাজকে শাস্ত্রীর বোমা
ম্যাচ শেষে কেকেআর অধিনায়ক বলেন, আমরা যদি ১৫-২০ রান আরও বেশি করতে পারতাম, তাহলে এই ম্য়াচ আমরা জিততে পারতাম। তবে এরজন্য কৃতিত্ব দেওয়া উচিত পীযূষ চাওলাকে। পীযূষ ভাই খুব ভালো বল করেছে। তবে খারাপ লাগছে বেঙ্কির জন্য। শতরান করেও ম্যাচ জিততে পারলাম না। খুব ভাল খেলেছে ও। খুব খারাপ লাগছে ওর জন্য। তবে তোমার সেরা বোলাররা যদি রান দিয়ে ফেলে তাহলে সেই ম্যাচ জেতা সম্ভব নয়।
নারিনকে নিয়ে কার্যত ছেলেখেলা করেন ইশান কিষাণ। বোলারদের ব্যর্থতা যে বেশ চাপে রেখেছে তা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার কেকেআর বোলাররা কত তাড়াতাড়ি ছন্দে ফিরতে পারেন। সুয়স শর্মা উইকেট পেলেও মার খেয়েছেন। কোচ পন্ডিত নিজেও কথা বলছেন বোলারদের সঙ্গে।