TRENDING:

KKR: নারিন, উমেশদের ধার কমেছে! কেকেআর অধিনায়ক রানা সব দোষ চাপালেন বোলারদের ঘাড়ে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: আগের মতো ধার নেই নাইট রাইডার্স বোলিংয়ে। ইডেনের স্পিন সহায়ক উইকেটে সফল, আর বাইরে গেলেই খেল খতম। আবার দেখা গেল মুম্বইতে। নীতিশ রানা হতাশ নিজের বোলারদের নিয়ে। ভেঙ্কটেশের শতরানে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান তোলে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু শতরান করলেও দলকে জেতাতে পারলেন না তিনি। ব্যাট হাতে একাই লড়ে গেলেন তিনি।
নারিন, উমেশদের ধার কমেছে
নারিন, উমেশদের ধার কমেছে
advertisement

শুধু তাই নয়, নাইট স্পিনারদের টিপস দেওয়া সত্বেও তা কাজে লাগাতে পারলেন না সুনীল নারিন, বরুণ চক্রবর্তীরা। মুম্বইয়ের বিরুদ্ধে হেরে পরপর দুই ম্যাচে হারতে হল কলকাতাকে। তবে এই পরিস্থিতি কাটিয়ে উঠতে চাইছেন দলের অধিনায়ক নীতিশ রানা। ব্যাট হাতে পাননি তিনি, তবুও তিনি মনে করেন আরও ১৫-২০ রান করতে পারলে ম্যাচ জেতা সম্ভব হত।

advertisement

আরও পড়ুন - Ravi Shastri: 'সৌরভের উচিত কোচিং না করে ঠান্ডা ঘরে বসা '! মহারাজকে শাস্ত্রীর বোমা

ম্যাচ শেষে কেকেআর অধিনায়ক বলেন, আমরা যদি ১৫-২০ রান আরও বেশি করতে পারতাম, তাহলে এই ম্য়াচ আমরা জিততে পারতাম। তবে এরজন্য কৃতিত্ব দেওয়া উচিত পীযূষ চাওলাকে। পীযূষ ভাই খুব ভালো বল করেছে। তবে খারাপ লাগছে বেঙ্কির জন্য। শতরান করেও ম্যাচ জিততে পারলাম না। খুব ভাল খেলেছে ও। খুব খারাপ লাগছে ওর জন্য। তবে তোমার সেরা বোলাররা যদি রান দিয়ে ফেলে তাহলে সেই ম্যাচ জেতা সম্ভব নয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভাইফোঁটায় আপনিও বানাতে পারেন বহু প্রাচীন 'মন্থল' মিষ্টি, রইল রেসিপি
আরও দেখুন

নারিনকে নিয়ে কার্যত ছেলেখেলা করেন ইশান কিষাণ। বোলারদের ব্যর্থতা যে বেশ চাপে রেখেছে তা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার কেকেআর বোলাররা কত তাড়াতাড়ি ছন্দে ফিরতে পারেন। সুয়স শর্মা উইকেট পেলেও মার খেয়েছেন। কোচ পন্ডিত নিজেও কথা বলছেন বোলারদের সঙ্গে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
KKR: নারিন, উমেশদের ধার কমেছে! কেকেআর অধিনায়ক রানা সব দোষ চাপালেন বোলারদের ঘাড়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল