TRENDING:

KKR: ভারতে খেলেই কোটি টাকা উপার্জন, ভারতীয়দেরই ব্যঙ্গ করে টুইট কেকেআর ক্যাপ্টেন, কোচের

Last Updated:

টুইটগুলি বিদ্বেষমূলক কিনা তা খতিয়ে দেখার জন্য তদন্তের আশ্বাস দিয়েছে ইসিবি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: ভারতে খেলেই প্রতি মরশুমে কয়েক কোটি টাকা উপার্জন তাঁদের। শুধু তাই নয়, ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্যই তাদের এই বিশ্বজোড়া জনপ্রিয়তা। এমনকী অধিনায়ক ও কোচ হিসেবেও দলের সমর্থকদের থেকে যথেষ্ট সম্মান পান তাঁরা। কিন্তু সেই সম্মানের মূল্য দিতে পারলেন না কেকেআরের অধিনায়ক ইয়ন মরগ্যান ও কোচ ব্রেন্ডন ম্যাকালাম। এমনিতেই কেকেআরের অধিনায়ক হিসেবে তাঁর সাফল্য বলে কিছু নেই। একটানা সমালোচিত হয়েছেন। নিজের পারফরম্যান্সও বেজায় খারাপ। তবুও সেসব মেনে নেওয়া যায়। কিন্তু যে দেশে খেলে এমন বিশাল অঙ্কের অর্থ ও সম্মান উপার্জন, সেখানকারই ক্রিকেট সমর্থকদের এমন ব্যঙ্গ কিন্তু মেনে নেওয়া যায় না। কেকেআরের ক্য়াপ্টেন মরগ্যান ও কোচ ব্রেন্ডন ম্যাককুলাম ভারতীয়দের ব্যঙ্গ করে একের পর এক টুইট করেছেন। সেই টুইটগুলিতে ভারতীয়দের একাধিকবার ব্যঙ্গ করেছেন ইয়ন মর্গ্যান, জস বাটলার ও ব্রেন্ডন ম্যাককালাম।
advertisement

পুরনো টুইট। কিন্তু তা নিয়ে নতুন করে বিতর্ক হওয়ারই কথা। ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক ইয়ন মরগ্যান ও দলের আরেক তারকা জস বাটলার সেই টুইটগুলোতে বারবার ভারতীয়দের ব্যঙ্গ করেছেন। তাঁরা নিজেদের টুইটগুলি ভুল ইংরেজিতে লিখেছিলেন। তাছাড়া সেই টুইটগুলিতে বারবার স্যর শব্দটির প্রয়োগ করেছিলেন তাঁরা। ভারতীয়রা স্যর শব্দটির প্রয়োগ করে বেশি! যে কোনো সম্মানজনক ব্যক্তিকেই স্যর বলা হয়ে থাকে! এমন দাবি নিয়েই মূলত ব্যঙ্গ করতে চেয়েছিলেন ইংল্যান্ডের দুই তারকা। তাছাড়া ভুল ইংরেজি লিখে তাঁরা ভারতীয় সমর্থকদের নিয়ে নিজেদের মধ্যে মজা করার চেষ্টা করেছিলেন। এই নিয়ে নড়েচড়ে বসেছে ইসিবি। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড দুই তারকার টুইটগুলি বিদ্বেষমূলক কিনা তা খতিয়ে দেখার জন্য তদন্তের আশ্বাস দিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

২০১৭ সালে ইংল্যান্ডের ওপেনার অ্যালেক্স হেলস সেঞ্চুরি করেছিলেন একটি ম্যাচে। তার পরই বাটলার ভুল ইংরেজিতে তাঁকে অভিনন্দন জানিয়ে টুইট করেন। সেখানে সেঞ্চুরিকে ইচ্ছে করেই ডাবল সেঞ্চুরি বলে উল্লেখ করা হয়। তাঁরা ইংরেজ। ইংরেজি ভুল লেখেন কী করে! প্রশ্ন উঠছে। জশ বাটলার ও ব্রেন্ডন ম্যাককালাম একের পর এক টুইটে ইংরেজিতে ব্যাকরণগত ভুল করেছিলেন। ইচ্ছে করেই তাঁরা ভুলভাল ইংরেজি লিখেছিলেন বলে অভিযোগ উঠেছে। ইয়ন মরগ্যান একই কাজ করেন। বাটলার ও ব্রেন্ডন দুজনেই আইপিএলের তারকা। তাঁরা মাঠে নামলেই সর্মথকরা হাততালি দেযন। সেই সমর্থকদের এমন ব্যঙ্গ করার অর্থ কী! বিতর্কের বাতাবরণ তৈরি হতেই পুরনো টুইট ডিলিট করেছেন বাটলার। কিন্তু তাতে রেহাই নেই। এরই মধ্যে ব্যাপারটা তদন্ত করবে বলে আশ্বাস দিয়েছে ইসিবি। বর্ণবিদ্বেষের বিরুদ্ধে গোটা বিশ্ব এখন একজোট হয়ে লড়ছে। খেলার মাঠে বারবার বর্ণবিদ্বেষের ঘটনা ঘটে। বহু তারকা বিপক্ষ খেলোয়াড়দের বর্ণবিদ্বেষের শিকার হন। দুই ইংরেজ তারকার বিরুদ্ধে বিদ্বেষমূলক টুইটের অভিযোগ প্রমাণিত হলে তাঁদের কেরিয়ার এখানেই শেষ হতে পারে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
KKR: ভারতে খেলেই কোটি টাকা উপার্জন, ভারতীয়দেরই ব্যঙ্গ করে টুইট কেকেআর ক্যাপ্টেন, কোচের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল