আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের উইকেটকিপার ব্যাটার প্রায় প্রতি ম্যাচেই নিজেকে মেলে ধরার চেষ্টা করছেন। আফগানিস্তানের ক্রিকেটার হলেও ভারতীয় সিনেমা, ক্রিকেট এবং ভারতীয় খাবারের বিষয়ে ভীষণ উৎসাহী তিনি। কেকেআর যেখানে খেলতে গিয়েছে, সেখানকার স্থানীয় খাবার চেখে দেখেছেন। হায়দরাবাদ সানরাইজার্সের বিরুদ্ধে খেলতে গিয়ে সেখানকার বিরিয়ানি সম্পর্কে আগ্রহী হয়েছিলেন। কলকাতা নাইটদের হোম সিটি। ফলে এই শহরের খাদ্যভ্যাসের সঙ্গেও পরিচিত হয়েছেন গুরবাজ। আর তা করতে গিয়ে কলকাতার রসগোল্লার প্রেমে মজেছেন তিনি।
advertisement
আরও পড়ুন: রিঙ্কুকে ভারতীয় দলে দেখতে পাচ্ছেন পিটারসেন! সেরা ফিনিশার কেকেআর তারকা
ভারতীয় সিনেমা সম্পর্কে ওয়াকিবহাল এই উইকেটকিপার ব্যাটার। প্রায় প্রতিটি ছবি দেখে । অভিনেতাদের অভিনয়শৈলীর সঙ্গে পরিচিত। সেখান থেকে শাহরুখ খানকে নিয়ে গুরবাজের মুগ্ধতা। আফগান ওপেনারের কথায়, “আমার কাছে পুরো বিষয়টি স্বপ্নের মতো। আমি শাহরুখ খানের মস্ত বড় ফ্যান। আমি শাহরুখ খানের দলের হয়ে খেলছি। আমি তাই কেকেআর হয়ে খেলার সুযোগ পেয়ে তৃপ্ত। নাইট ম্যানেজমেন্টকে এ ইজন্য ধন্যবাদ দিতে চাই৷”
আইপিএলে ইডেনে প্রথম ম্যাচে খেলা দেখতে এসেছিলেন শাহরুখ খান স্বয়ং। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নাইটদের দুরন্ত জয়ের পরে সাজঘরে গিয়ে অভিনন্দন জানিয়েছিলেন। সেই সাক্ষাতের মুগ্ধতা কেকেআর-এর এই আফগান ক্রিকেটারের গলায়। বলছেন,“সেটা সেরা মুহূর্ত ছিল আমার কাছে। বিশ্বের অন্যতম সেরা অভিনেতা তিনি। যেভাবে আমার সঙ্গে কথা বলেছেন, আমি আশা করিনি। যেভাবে বিনয়ী ব্যবহার করেছেন, তা আমার কাছে অপ্রত্যাশিত। বিশ্বের সেরা ব্যক্তি তিনি। আমার জীবনের সেরা মুহূর্ত শাহরুখ খানের সঙ্গে দেখা হওয়া। ”
আরও পড়ুন: রানা রিঙ্কু জুটিতে ধোনির চেন্নাইতে সার্জিক্যাল স্ট্রাইক নাইটদের! টিকে রইল প্লে অফের দৌড়ে
নাইট জার্সিতে নিজেকে মেলে ধরলেও রহমতুল্লাহ গুরবাজের ক্রিকেটার হয়ে ওঠা সহজ ছিল না। তাঁর পরিবারের কোনও ধারণা ছিল না ক্রিকেট খেলা সম্পর্কে। সেই সময় আফগানিস্তান দলের প্রাক্তন অধিনায়ক নুওরজমঙ্গলকে দেখে অনুপ্রাণিত হয়েছিলেন গুরবাজ। তাঁর সঙ্গে দেখা করেছিলেন। সাহায্য পেয়েছিলেন। আর্ন্তজাতিক ক্রিকেটে খেলতে এসে মহেন্দ্র সিং ধোনিকে দেখে অনুপ্রাণিত হয়েছেন। তাঁর খেলা দেখে শিখেছেন।
এক সময় ফুটবলে গোলরক্ষক হিসেবে খেলতেন। ফলে সেখান থেকে উইকেটকিপার হয়ে ওঠা সহজ হয়েছিল। চলতি বছরে ভারতে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ। তার কয়েকমাস আগে আইপিএলে খেলার অভিজ্ঞতা বিশ্বকাপে খেলার সময় সাহায্য করবে, সেই বিষয়ে আশাবাদী গুরবাজ।