বুধবার সকালে কলকাতা আসেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। সাইয়ের পরিকাঠামো ঘুরে দেখার ফাঁকে সাই অধিকর্তা এস শর্মার থেকে এখানকার খোঁজখবর নেন কিরণ রিজিজু। সাইয়ের সিন্থেটিক টার্ফ দেখেও খুশি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। পরিচিত হন পূর্বাঞ্চল সাইয়ের কোচ ও শিক্ষার্থীদের সঙ্গেও। দেশের বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের স্বতন্ত্র স্পোর্টসকোড চালু করার পরিকল্পনা রয়েছে বলেও জানান কিরণ রিজিজু। ‘খেলো ইন্ডিয়া’-তে আরও বেশি করে অংশগ্রহণের জন্য আবেদন জানান সাইয়ের শিক্ষার্থীদের কাছে।
advertisement
সাই তে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন অর্জুন ও অলিম্পিয়ান বোমবাইয়া দেবী ও মঙ্গল সিং। বোমবাইয়ার থেকে টোকিও অলিম্পিকে তিরন্দাজি দলের প্রস্তুতির খোঁজখবরও নেন ক্রীড়ামন্ত্রী। চলতি সপ্তাহেই পুণেতে অনুষ্ঠিত হতে চলেছে টোকিও অলিম্পিকের তিরন্দাজি দলের যোগ্যতা নির্ণায়ক শিবির। পূর্বাঞ্চলীয় সাই-তে ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করেন স্বপ্না বর্মনের কোচ সুভাষ সরকার ও কার্তিক চন্দ্র নাথ । ছিলেন সুরেশ বাবুর মতো বর্ষীয়ানরাও।