TRENDING:

Kapil Dev tips Raj Bawa : বিশ্বকাপ জয়ী অনূর্ধ্ব ১৯ দুই উজ্জ্বল ক্রিকেটারকে অমূল্য পরামর্শ কপিল দেবের

Last Updated:

Kapil Dev gives golden advice to under 19 cricketers Raj Bawa and Harnoor Singh. নিজের অভিজ্ঞতা দিয়ে রাজ এবং হারনুরকে বিশেষ পরামর্শ কপিলের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নিজের অভিজ্ঞতা দিয়ে রাজ এবং হারনুরকে বিশেষ পরামর্শ কপিলের
নিজের অভিজ্ঞতা দিয়ে রাজ এবং হারনুরকে বিশেষ পরামর্শ কপিলের
advertisement

আরও পড়ুন - IND vs SL, Pink Ball test : বেঙ্গালুরুর ঘূর্ণি পিচে প্রথম সেশনেই চার উইকেট হারাল ভারত, ব্যর্থ বিরাট

বিশ্বকাপের ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হন রাজ বাওয়া। হারনুর সিং বিশ্বকাপে একটি সেঞ্চুরি করেছেন। গোটা বিশ্বকাপে রাজ বাওয়া মোট ২৫২ রান করেন ও বল হাতে ৯ উইকেট নেন। অন্যদিকে, হারনুর সিং টুর্নামেন্টে ১৪০ রান করেন। দুজনেরই চলতি রঞ্জি ট্রফিতে চন্ডীগড়ের হয়ে অভিষেক হয়েছে। কপিল দেব এই দুই উদীয়মান ক্রিকেটারকে পরামর্শ দিয়ে বলেন, একজন ক্রিকেটারের কাছে পুরস্কার পরে আসে। একজন ক্রিকেটারকে ভাল প্রদর্শন করতে হলে ও কেরিয়ারে চূড়ান্ত জায়গায় পৌঁছতে হলে প্রেরণাই মূল বিষয়।

advertisement

আরও পড়ুন -ICC women World Cup, Yuvraj Singh : দুই ভারতীয় কন্যার দুর্ধর্ষ ব্যাটিং দেখে মুগ্ধ যুবরাজ সিং! দিলেন বিশেষ বার্তা

একজন ক্রিকেটারকে সবাই ততদিন পর্যন্ত শ্রদ্ধা করবে যতদিন পর্যন্ত সে পারফরম্যান্স দেখিয়ে যাবে। সেটাই তোমাদের লক্ষ্য হওয়া উচিত। এই প্রসঙ্গে তিনি সচিন টেন্ডুলকার ও বিনোদ কাম্বলির কেরিয়ারের সাফল্যের প্রসঙ্গও তোলেন। কপিল দেব বলেন, আমি সচিন টেন্ডুলকার ও বিনোদ কাম্বলিকে দেখেছি। দুজনেই প্রতিভাবান ছিল। কিন্তু কাম্বলি সেই উচ্চতায় পৌঁছতে পারল না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তাই তোমাদের লক্ষ্য থাকা উচিত নিখুঁত হওয়ার প্রতি। সেই লক্ষ্যেই কাজ করা উচিত। বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের পরামর্শ পেয়ে অভিভূত রাজ বাওয়া ও হারনুর সিং। রাজ বাওয়া জানান, বিশ্বকাপ ফাইনালের আগের দিন গোটা দল বলিউড ছবি '৮৩' ছবিটি দেখি। কপিল স্যার ভারতের সর্বসেরা অলরাউন্ডার। প্রত্যেকেই তার মত হতে চায়। উনি যে পরামর্শ দিয়েছেন সেটা সব সময় মাথায় রাখব। আসল লক্ষ্য ভারতের সিনিয়র দলে খেলা। সেটা যতদিন না পূর্ণ হচ্ছে, লড়াই চালিয়ে যেতে হবে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Kapil Dev tips Raj Bawa : বিশ্বকাপ জয়ী অনূর্ধ্ব ১৯ দুই উজ্জ্বল ক্রিকেটারকে অমূল্য পরামর্শ কপিল দেবের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল