চূড়ান্ত ফ্লপ গ্লেন ফিলিপস (৬)। নওয়াজের বলে কট অ্যান্ড বোল্ড হলেন। প্রথম ১০ ওভারের পর নিউজিল্যান্ডের রান ছিল ৫৯/৩। অধিনায়ক উইলিয়ামসন বড় শট খেলতে না পারলেও, সিঙ্গল এবং ডবল নিয়ে স্কোরবোর্ড চালু রাখলেন। দেখেই মনে হচ্ছিল তিনি সিদ্ধান্ত নিয়েছেন ইনিংসের শেষ পর্যন্ত টিকে থাকার।
দ্যারেল মিচেল চেষ্টা করলেন অধিনায়ককে সহায়তা করতে। উইলিয়ামসন জানতেন আজ তিনি যত বেশিক্ষণ উইকেটে সময় কাটাবেন, ততই বড় রান তোলার পথে যেতে পারবে তার দল। শাদাব খানকে আক্রমণ করার জন্য বেছে নিয়েছিল নিউজিল্যান্ড। মিচেল সুযোগ বুঝে তার বিরুদ্ধে বড় শট খেলছিলেন।
advertisement
শাহিনের বলে কেন উইলিয়ামসন (৪৬) করে ফিরে গেলেন বোল্ড হয়ে। ডেথ ওভারে দেখার ছিল বাপি ব্যাটসম্যানরা রান কতটা বাড়াতে পারেন। রউফ, শাহিন, নাসিমরা অবশ্য বলের গতি পরিবর্তন করে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের রান তোলার গতি আটকে দিলেন। মিচেল হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন। শেষ পর্যন্ত ১৫২ রানে থামল নিউজিল্যান্ড।