জার্মানির সুহলে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় আন্তর্জাতিক শুটিং স্পোর্ট সেন্টার রেঞ্জে মঙ্গলবার ৫০ মিটার রাইফেল prone পুরুষ জুনিয়র ইভেন্ট-এর অভিষেকেই রুপো জয় আদ্রিয়ানের।
অলিম্পিয়ান শুটার জয়দীপ কর্মকারের ছেলে আদ্রিয়ান ৬০টি শটে ৬২৬.৭ স্কোর করে। মাত্র ০.৩ পয়েন্টে সোনা হাতছাড়া হয় তার। সোনা জেতে সুইডেনের জেসপার জোহানসন (৬২৭.০) এবং ব্রোঞ্জ যুক্তরাষ্ট্রের গ্রিফিন লেকের (৬২৪.৬)।
advertisement
আরও পড়ুন- অর্ধেক আইপিএল শেষ! প্লে-অফে তিন দল! ‘ফাঁকা’ আর একটা জায়গা! ‘আশা’ তিন দলের
এই পদকজয় আদ্রিয়ানের জন্য জুনিয়র জাতীয় রেকর্ড হয়ে রইল। ভারতের হয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রতিনিধিত্ব করলেও এই প্রথম বিশ্বকাপে অংশ নেয় সে।
অন্যান্য ভারতীয়দের মধ্যে ১৫ বছর বয়সী রোহিত কান্যান ৬২০.২ স্কোর করে ১২তম স্থানে এবং বেদান্ত নিতিন ওয়াঘমারে ৬১৪.৪ স্কোর করে ৩৫তম স্থানে শেষ করেন। গত বছর তিনটি ISSF জুনিয়র ইভেন্টের মধ্যে ভারত দুটি শীর্ষ স্থানে শেষ করেছিল, এবার ৫৭ জন শুটার ও ২১ জন কর্মকর্তা, কোচ এবং সাপোর্ট স্টাফ-সহ সবচেয়ে বড় দল পাঠিয়েছিল ভারত।
জার্মানির মাঝখানে অবস্থিত ছোট শহর সুহল, যার জনসংখ্যা মাত্র ৪০,০০০ মতো। এটি বহু বছর ধরে জুনিয়র আন্তর্জাতিক শুটিং সার্কিটের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। এখানে বহু ভবিষ্যতের অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নদের জন্ম হয়েছে। এবছর ৫৯টি দেশের ৬৩০ জনেরও বেশি শুটার অংশ নিয়েছিল। ১৫টি অলিম্পিক ইভেন্ট এই প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত, যার মধ্যে ৫০ মিটার রাইফেল prone প্রতিযোগিতার মাধ্যমে প্রথম দিনের সূচনা হয়েছে। ২৬ মে ট্র্যাপ মিক্সড টিম ইভেন্টের মাধ্যমে শেষ হবে এই প্রতিযোগিতা।