আরও পড়ুন - England vs Australia : অস্ট্রেলিয়ানদের লেকচার শুনতে রাজি নন নাসের হুসেইন
তার মতে, বিশ্বকাপ জেতার মতো যথেষ্ঠ শক্তিশালী দলই সাজিয়েছে ইংল্যান্ড। চোটের কারণে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে নেই ডানহাতি পেসার জোফরা আর্চার ও পেস বোলিং অলরাউন্ডার বেন স্টোকস। ২০১৯ সালের ঘরের মাঠে বিশ্বকাপ জেতার পথে এ দুজনের ছিল বড় অবদান। কিন্তু কুড়ি ওভারের বিশ্বকাপে তাদেরকে পাচ্ছে না ইংল্যান্ড। তবে আর্চার-স্টোকসকে না পেলেও দলের বাকিদের সামর্থ্যে পূর্ণ আস্থা রয়েছে বাটলারের।
advertisement
তিনি বলেছেন, ‘আমার মতে, আমরা নিশ্চিতভাবেই বিশ্বকাপের ফেবারিট দলের একটি। আমাদের দুর্দান্ত এক দল আছে। স্টোকস-আর্চারের মত দুজন সুপারস্টারের অভাববোধ করব। কিন্তু স্কোয়াড দেখুন, এখানে সত্যিকারের ম্যাচ জেতানো কিছু খেলোয়াড় আছে, যা রোমাঞ্চকর।’ ২০১৬ সালে ভারতের মাটিতে হওয়া সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল ইংল্যান্ড। যে কারণে তাদের পাওয়া হয়নি টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা।
সেই বেদনা ভুলে নতুন উদ্যমে এবারের বিশ্বকাপ শিরোপা জেতার জন্য আত্মবিশ্বাসী বাটলার। নিজেদের ফেবারিট বললেও পাশাপাশি আরও দুই দলকেও রেখেছেন বাটলার। তার মতে ভারত ও ওয়েস্ট ইন্ডিজও রয়েছে এবারের বিশ্বকাপে ফেবারিটের তালিকায়। বিশেষ করে ক্যারিবীয়দের টানা তৃতীয় বিশ্বকাপ জেতার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি, ‘বিশ্বে আরও কিছু দারুণ দল আছে। বিশেষ করে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের কথাই বলব, কারণ তারা আসলেই খুব শক্তিশালী।’
ভারত ক্রিকেট বিশ্বের অন্যতম ধারাবাহিক দল বলে মনে করেন বাটলার। এই মুহূর্তে সব দলের মধ্যে ভারতের রিজার্ভ বেঞ্চ সবচেয়ে শক্তিশালী মনে করেন ইংলিশ তারকা। পাশাপাশি ভারতীয় বোলিংয়ে আগের থেকে অনেক গভীরতা বেড়েছে মেনে নিয়েছেন বাটলার। ইংল্যান্ডের দুই নতুন মুখ লিভিংস্টোন এবং টাইমাল মিলস বেন স্টোকসদের অভাব বুঝতে দেবেন না মনে করেন ইংলিশ উইকেটরক্ষক।