দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ২ উইকেটে ২২৫। সেখান থেকে জো রুট ও অলি পোপ দলের ইনিংস তৃতীয় দিনের সকাল থেকে এগিয়ে নিয়ে যান। ১৪৪ রানে পার্টনারশিপ গড়ে দলের ভিত মজবুত করে দেন দুই তারকা ব্যাটার। অলি পোপ ৭১ রান করে আউট হলেও নিজের ইনিংস চালিয়ে যান জো রুট। নিজের টেস্ট কেরিয়ারের ৩৮ তম সেঞ্চুরি করেন তিনি।
advertisement
জো রুটের এটি ভারতের বিরুদ্ধে ১২তম টেস্ট শতরান। এর ফলে তিনি ভারতের বিরুদ্ধে সর্বাধিক শতরান করা ক্রিকেটার হয়ে উঠেছেন। এছাড়া শতরানের নিরিখে কেবল তিনজন ব্যাটসম্যানের—সচিন তেন্ডুলকার (৫১), জ্যাক ক্যালিস (৪৫) এবং রিকি পন্টিং (৪১) জো রুটের আগে রয়েছেন। এই শতরান করার মাধ্যমে রুট টেস্ট ক্রিকেটে সর্বাধিক রানের দিক থেকে রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিসকে, রিকি পন্টিংকেও পেছনে ফেলেছেন। ইংল্যান্ড তারকার সামনে এখন শুধুই সচিন তেন্ডুল কর।
আরও পড়ুনঃ Joe Root: ম্যাঞ্চেস্টারে সেঞ্চুরি করে ইতিহাস জো রুটের, গড়লেন ৫টি বিশ্বরেকর্ড
১৫০ রান করে জো রুট আউট হন। ২৪৮ বলের এই রেকর্ড ব্রেকিং ইনিংস সাজানো ১৪টি চারে। এছাড়া বেন স্টোকস ৭৭ রানের ইনিংস খেলেন। তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৫৪৪ রানে ৭ উইকেট। ভারতের প্রথম ইনিংসে ৩৫৮ রানের জবাবে ১৮৬ রানে এগিয়ে। এই ম্যাচে ঘুড়ে দাঁড়াতে হলে ভারতীয় দলকে চতুর্থ দিনের সকালে যত দ্রুত সম্ভব ইংল্যান্ডকে অলআউট করতে হবে। তারপর, ভারতীয় ব্যাটারদের খেলতে হবে লম্বা ইনিংস। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে ম্যাঞ্চেস্টার টেস্টে অ্যাডভান্টেজ ইংল্যান্ড।