১. ম্যাঞ্চেস্টারে এই শতরানের মাধ্যমে জো রুট ৩৮টি টেস্ট শতরানের মালিক হলেন। প্রাক্তন শ্রীলঙ্কান কিংবদন্তী কুমার সাঙ্গাকারার সমান হলেন রুট। এখন তার থেকে বেশি টেস্ট শতরান রয়েছে কেবল তিনজন ব্যাটসম্যানের—সচিন তেন্ডুলকার (৫১), জ্যাক ক্যালিস (৪৫) এবং রিকি পন্টিং (৪১)।
২. জো রুটের এটি ভারতের বিরুদ্ধে ১২তম টেস্ট শতরান। এর ফলে তিনি ভারতের বিরুদ্ধে সর্বাধিক শতরান করা ক্রিকেটার হয়ে উঠেছেন। স্টিভ স্মিথ রয়েছেন দ্বিতীয় স্থানে, যাঁর ১১টি শতরান আছে ভারতের বিরুদ্ধে। গ্যারি সোবার্স, ভিভ রিচার্ডস এবং রিকি পন্টিং—এই তিনজনেরই রয়েছে ভারতের বিরুদ্ধে ৮টি করে শতরান।
advertisement
৩. এই শতরান করার মাধ্যমে রুট টেস্ট ক্রিকেটে সর্বাধিক রানের দিক থেকে রাহুল দ্রাবিড় এবং জ্যাক ক্যালিসকেও পেছনে ফেলেছেন। এই ম্যাচের আগে তার ১৫৬টি টেস্টে ১৩,২৫৯ রান ছিল। শতরানের মাধ্যমে তিনি রিকি পন্টিং (১৩৩৭৮), ক্যালিস (১৩২৮৯) এবং দ্রাবিড় (১৩২৮৮)-কে পেছনে ফেলে দিয়েছেন। এখন তার থেকে বেশি রান কেবল সচিন তেন্ডুলকারের (১৫৯২১)।
৪. ৩৮টি শতরানের পাশাপাশি রুট ৬৬টি অর্ধশতরানও করেছেন। অর্থাৎ তিনি ১০৪ বার ৫০ বা তার বেশি রান করেছেন টেস্টে। এই দিক থেকেও তিনি বড় রেকর্ড গড়েছেন। রিকি পন্টিংকে (১০৩টি ফিফটি-প্লাস ইনিংস) নজির ভেঙে দিলেন জো রুট।
৫. বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটসম্যান জো রুট ইংল্যান্ডের টেস্ট দলের মেরুদণ্ড। ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ ভারত-ইংল্যান্ড টেস্টের তৃতীয় দিনের খেলার সময়, তিনি ইংল্যান্ডের দুটি ভিন্ন ভেন্যুতে ১০০০ টেস্ট রান করা বিশ্বের তৃতীয় ক্রিকেটার হয়ে ইতিহাসের বইয়ে নিজের নাম লিখিয়েছেন।