TRENDING:

আইপিএলে দর্শক সংখ্যায় আগেই গড়েছে ইতিহাস, এবার বিজ্ঞাপনের ক্ষেত্রেও নয়া নজির জিও সিনেমার

Last Updated:

আইপিএল অনলাইন স্ট্রিমিংয়ে দর্শক সংখ্যার নিরিখে একের পর এক নজির গড়েছে জিও সিনেমা। এবার বিজ্ঞাপনের ক্ষেত্রেও নজির গড়ল জিও সিনেমা। বিজ্ঞাপন ব্যয়েও ক্ষেত্রেও আধিপত্য বিস্তার করল। যা মোট বিজ্ঞাপন ব্যয়ের (AdEx)-এর দুই-তৃতীয়াংশেরও বেশি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: জিও সিনেমা (JioCinema) টাটা আইপিএল ২০২৩ (TATA IPL 2023)-এর অফিসিয়াল ডিজিটাল স্ট্রিমিং পার্টনার। অনলাইন স্ট্রিমিংয়ে দর্শক সংখ্যার নিরিখে একের পর এক নজির গড়েছে জিও সিনেমা। সম্পূর্ণ বিনামূল্যে আইপিএল দেখার সুযোগ লুফে নিয়েছে ক্রিকেট প্রেমিরা। এবার বিজ্ঞাপনের ক্ষেত্রেও নজির গড়ল জিও সিনেমা। বিজ্ঞাপন ব্যয়েও ক্ষেত্রেও আধিপত্য বিস্তার করল। যা মোট বিজ্ঞাপন ব্যয়ের (AdEx)-এর দুই-তৃতীয়াংশেরও বেশি।
advertisement

জিও সিনেমার রিয়েল-টাইম নম্বর ট্র্যাকিং সিস্টেম বিজ্ঞাপনদাতাদের তাদের ব্যপ্তি মূল্যায়ন করতে সক্ষম। যার ফসে এই হিসেব অনেক নির্ভুলভাবে এই বছর নির্ধারণ করা সম্ভব হয়েছে। এবার আরও বেশি লোক আইপিএল দেখায় বিজ্ঞাপনের ব্যপ্তির হার গত বছরের তুলনায় প্রায় তিনগুণ। এই মরসুমে, আইপিএল-এর ডিজিটাল স্ট্রিমিং চলাকালীন স্পনসরের সংখ্যা ২৬-এ পৌঁছেছে, যা কোনও ক্রীড়া প্রতিযোগিতার ক্ষেত্রে সর্বোচ্চ।

advertisement

এই বিষয়ে Viacom18 Sports এর CEO, অনিল জয়রাজ বলেছেন, “মূলত, ডিজিটালে প্রত্যেকের জন্য বিকল্প সুযোগ রয়েছে। JioCinema-এর মাধ্যমে, বিজ্ঞাপনদাতারা সঠিক মূল্যে সঠিক দর্শকদের কাছে পৌঁছাচ্ছেন। JioCinema অনেক বিজ্ঞাপনদাতা, ছোট ব্র্যান্ড এবং কোম্পানির জন্য দরজা খুলে দিয়েছে, যা আগে শীর্ষ ১০০ বিজ্ঞাপনদাতাদের একচেটিয়া সংরক্ষণে ছিল। টাটা আইপিএল-এর প্রতি সপ্তাহে কানেক্টেড টিভি (সিটিভি) বিজ্ঞাপনের স্পট বাড়ছে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Tata Motors EV-এর চিফ মার্কেটিং অফিসার বিবেক শ্রীবৎস  বলেছেন,”জিও সিনেমা আইপিএল বিনামূল্যে দেখার অভিজ্ঞতা থেকে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করে আইপিএল দেখার ক্ষেত্রে একটি বিপ্লব এনেছে। বিপূল মাত্রায় দর্শক এমন অভিজ্ঞতার সাক্ষী আগে থাকেনি। বিজ্ঞাপন দাতাদের ক্ষেত্রেও আমূল পরিবর্তন হয়েছে। Tiago.ev-এর সঙ্গে আমাদের প্রচারাভিযান go.ev শুধুমাত্র মেগা সিটি থেকে শুরু করে দেশের অনেক ছোট ছোট প্রান্তে পৌছে গিয়েছে৷”

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
আইপিএলে দর্শক সংখ্যায় আগেই গড়েছে ইতিহাস, এবার বিজ্ঞাপনের ক্ষেত্রেও নয়া নজির জিও সিনেমার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল