TRENDING:

Jio Cinema: নিজেদের রেকর্ডই চুরমার করল জিও-সিনেমা! সিএসকে-আরসিবি ম্যাচের ভিউয়ারশিপ পৌঁছল ২.৪ কোটিতে

Last Updated:

Jio Cinema Record: জিও-সিনেমায় ওই ম্যাচের ভিউয়ারশিপ ২৪ মিলিয়ন অতিক্রম করে গিয়েছে। আর আইপিএল ২০২৩-এর চলতি মরশুমে জিও সিনেমার অনলাইন লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্মে এটাই সর্বোচ্চ ভিউয়ারশিপ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হওয়ার সময় থেকেই ভিউয়ারশিপের নিরিখে একের পর এক রেকর্ড গড়ছিল জিও সিনেমা। তবে নিজেদের আগের গড়া সেই সমস্ত রেকর্ডই ভেঙে চুরমার করে দিল তারা। আসলে সোমবার অর্থাৎ ১৭ এপ্রিল ছিল চেন্নাই সুপার কিংস (সিএসকে) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) ম্যাচ। জিও-সিনেমায় ওই ম্যাচের ভিউয়ারশিপ ২৪ মিলিয়ন অতিক্রম করে গিয়েছে। আর আইপিএল ২০২৩-এর চলতি মরশুমে জিও সিনেমার অনলাইন লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্মে এটাই সর্বোচ্চ ভিউয়ারশিপ।
advertisement

এর আগে গত ১২ এপ্রিলের ম্যাচে ভিউয়ারের সংখ্যা পৌঁছেছিল ২২ মিলিয়নে। গতকাল, সোমবারের ম্যাচের দ্বিতীয় ইনিংসেই ভিউয়ার ছিল ২৪ মিলিয়ন। ম্যাচটি ৮ রানে জিতে যায় চেন্নাই।

আরও পড়ুন- রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, উপাচার্য নিয়োগের আইনে বদল চেয়ে অর্ডিন্যান্স আনার প্রস্তাব রাজ্যপালের কাছে পাঠাচ্ছে রাজ্য

চলতি মরশুমের আইপিএল-এর সম্প্রচারের জন্য টেলিভিশন এবং ডিজিটাল ব্রডকাস্টিং-এর অনুমতি বিভিন্ন সংস্থার হাতে দিয়েছিল বিসিসিআই। আর স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে যে, ডিজিটাল প্ল্যাটফর্ম সরাসরি উপকৃত হচ্ছে। জিও-সিনেমা বিনামূল্যে আইপিএল ম্যাচ স্ট্রিমিং করছে। যার ফলে ডিজিটাল প্ল্যাটফর্মে আইপিএল ভিউয়ারশিপ আরও জোরদার হয়েছে।

advertisement

২০১৯ মরশুমের আইপিএল-এর ফাইনাল ম্যাচে ডিজনি হটস্টার সর্বোচ্চ ভিউয়ারশিপের সাক্ষী হয়েছে। সেই ম্যাচের সময় ভিউ হয়েছিল প্রায় ১৮.৬ মিলিয়ন। আইপিএল বর্তমানে লিগ পর্যায়ে রয়েছে। আর এখনও পর্যন্ত জিও সিনেমা সমস্ত পূর্ব রেকর্ড এমনকী, নিজেদের গড়া আগের রেকর্ডও ভেঙে চুরমার করে দিয়েছে। আর আইপিএল যত চূড়ান্ত পর্যায়ের দিকে এগোবে, জিও-সিনেমার ভিউয়ারশিপও বাড়তে থাকবে। আর তা নতুন ভাবে সর্বোচ্চ স্তরের রেকর্ড গড়তে সক্ষম হবে। ওই সংস্থার দাবি, লক্ষ লক্ষ নতুন ভিউয়ার স্ট্রিমিং অ্যাপের মাধ্যমে প্রতিদিন আইপিএল দেখছে।

advertisement

আরও পড়ুন- নিজ রাশিতে শক্তিশালী হয়েছেন শনিদেব! এই তিন রাশির জীবনে আসছে খুশির বন্যা

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

শুধু ভিউয়ারশিপেই নয়, স্পনসর এবং বিজ্ঞাপনদাতাদের ক্ষেত্রেও রেকর্ড গড়ছে জিও-সিনেমা। যার জেরে শীর্ষস্থানীয় গ্লোবাল এবং ভারতীয় ব্র্যান্ডও জিও-সিনেমার দিকে ঝুঁকছে। আর টেলিভিশনকে পিছনে ফেলে জিও-সিনেমা ২৩টি প্রধান স্পনসরের সঙ্গে টাই-আপ করেছে।

বাংলা খবর/ খবর/খেলা/
Jio Cinema: নিজেদের রেকর্ডই চুরমার করল জিও-সিনেমা! সিএসকে-আরসিবি ম্যাচের ভিউয়ারশিপ পৌঁছল ২.৪ কোটিতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল