বোর্ড সচিব জয় শাহ ট্যুইট করে এই খবর জানান সোমবার সকালে। এই খবর পেয়েই উচ্ছ্বসিত প্রাক্তন ভারত অধিনায়ক ঝুলন গোস্বামী। এই প্রসঙ্গে নিউজ18 বাংলাকে সাক্ষাৎকার দিতে গিয়ে প্রথমেই ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ভায়াকম18 এর প্রশংসা করেন ঝুলন। বিসিসিআই এবং ভায়াকম18 কে ধন্যবাদ জানিয়ে ঝুলন বলেন, ‘‘ভায়াকম18-কে অসংখ্য ধন্যবাদ এইভাবে মহিলা ক্রিকেটকে সমর্থন করার জন্য। ভাবতেই পারিনি প্রায় হাজার কোটি টাকার কাছাকাছি দিয়ে মহিলাদের আইপিএল মিডিয়া স্বত্ত্ব কিনতে পারে কোনও সংস্থা। মহিলা ক্রিকেটের পাশে এইভাবে ভায়াকম18 এসে দাঁড়ানোয়, আমি কৃতজ্ঞ। আশা করি, ছেলেদের আইপিএলের মত প্রথম বছর থেকেই জনপ্রিয়তার শিখরে উঠবে মহিলাদের আইপিএল।’’
advertisement
আরও পড়ুন- ইংরেজিতে 'S' দিয়ে শুরু নামের মানুষরা কেমন হন, জেনে নিন অবশ্যই
ভায়াকম18-এর প্রশংসা করার পাশাপাশি ঝুলন বলেন, ‘‘আশা করি এবার থেকে মহিলা ক্রিকেটে পেশাদারিত্ব আসবে। আরও বেশি করে মহিলারা ক্রিকেট খেলায় উদ্যোগী হবে। খুব প্রয়োজন ছিল মহিলা ক্রিকেটে এরকম বিনিয়োগের। শুধু মহিলা ক্রিকেট খেলে যে রোজগার করা যায় সেটা এবার আরও বেশি করে প্রমাণিত হবে। সবাই হয়তো দেশের হয়ে খেলতে পারেন না কিন্তু যারা আইপিএল খেলবে, তারাও আর্থিক দিক থেকে লাভবান হবেন এবং ভাল খেললে অবশ্যই প্রচার পাবেন। সুযোগ বাড়বে।’’
মেয়েদের আইপিএল হলে ক্রিকেটে ভারতীয় ক্রিকেটের পক্ষে কতটা সুবিধে হবে সেই প্রশ্নে ঝুলন বলেন, ‘‘অনেক বড় হেল্প হবে। গ্রাসরুট লেভেল তৈরি হবে। ঘরোয়া পর্যায়ে খেলা মহিলা ক্রিকেটাররা অনেক বেশি সুযোগ পাবেন নিজেদের ট্যালেন্ট প্রমাণ করার ক্ষেত্রে। আইপিএল খেললে রোজগার হবে। অনেকের মধ্যেই প্যাশন থাকে কিন্তু আর্থিক কারণে খেলা চালিয়ে যেতে পারে না। এই সমস্যাটা আশা করি এবার দূর হবে। বহু মহিলা ক্রিকেটারকে আমি চিনি যাদের মধ্যে প্রচুর প্রতিভা থাকা সত্ত্বেও খেলাটাকে এগিয়ে নিয়ে যেতে পারেনি। এবার থেকে মেয়েদের আইপিএল সেই সমস্যাটা দূর করবে বলে মনে হয়।’’