TRENDING:

Jhulan Goswami: বাংলার মেয়ে ঝুলন সম্মানিত ব্রিটিশ ক্রিকেটের সর্বোচ্চ সন্মানে! গর্বিত দেশ

Last Updated:

ইংল্যান্ডের মেরিলিবোন ক্রিকেট ক্লাব বা এমসিসির ক্রিকেট কমিটির সদস্য হলেন ঝুলন গোস্বামী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লন্ডন: ইংল্যান্ডের মেরিলিবোন ক্রিকেট ক্লাব বা এমসিসির ক্রিকেট কমিটির সদস্য হলেন ঝুলন গোস্বামী। ভারতের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের সঙ্গে এবার সদস্য হয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মর্গ্যান এবং ইংল্যান্ডের মহিলা দলের অধিনায়ক হেথার নাইট। আন্তর্জাতিক ক্রিকেটজীবনে ১২টি টেস্টে ৪৪টি উইকেট এবং ২৭২টি সীমিত ওভারের ম্যাচে ৩১১টি উইকেট রয়েছে ঝুলনের।
ঝুলন গর্বিত করলেন দেশকে
ঝুলন গর্বিত করলেন দেশকে
advertisement

গত এপ্রিলে ঝুলনকে আজীবন সদস্য পদ দিয়েছিল এমসিসি।গত বছর লর্ডসেই ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ বার দেশের হয়ে খেলেছিলেন ঝুলন। সেই ম্যাচের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি।এরপর থেকেই একের পর এক সন্মান পেতে থাকেন তিনি।মহিলাদের ক্রিকেটে নিজের সেরা সময় ঝুলন ছিলেন অন্যতম দ্রুত গতিসম্পন্ন বোলার।তাই তার এই সম্মান পাওয়া নিশ্চিত ছিল বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ।

advertisement

কিন্তু মহিলা ক্রিকেটারকে এই সন্মান দেওয়া হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল।তবে এ নিয়ে গ্যাটিং বলেছেন, আমরা মহিলা প্রতিনিধির সংখ্যা বৃদ্ধি করছি। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। গত কয়েক বছরে মহিলাদের ক্রিকেট অনেক এগিয়ে গিয়েছে। ঝুলন, হেথার ছাড়াও কমিটিতে ক্লেয়ার কনর এবং সুজ়ি বেটস রয়েছে। ওদের মতামতও ক্রিকেটের জন্য জরুরি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তিনি আরো বলেন, ঝুলন, হেথার এবং মর্গ্যানকে স্বাগত জানাতে পেরে আমরা উচ্ছ্বসিত। ওরা তিন জনই আন্তর্জাতিক পর্যায়ে দুর্দান্ত পারফরমার। ক্রিকেট সম্পর্কে ওদের অভিজ্ঞতা, জ্ঞান আমাদের কমিটিকে আরও সমৃদ্ধ করবে।’’

বাংলা খবর/ খবর/খেলা/
Jhulan Goswami: বাংলার মেয়ে ঝুলন সম্মানিত ব্রিটিশ ক্রিকেটের সর্বোচ্চ সন্মানে! গর্বিত দেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল