গত এপ্রিলে ঝুলনকে আজীবন সদস্য পদ দিয়েছিল এমসিসি।গত বছর লর্ডসেই ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ বার দেশের হয়ে খেলেছিলেন ঝুলন। সেই ম্যাচের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি।এরপর থেকেই একের পর এক সন্মান পেতে থাকেন তিনি।মহিলাদের ক্রিকেটে নিজের সেরা সময় ঝুলন ছিলেন অন্যতম দ্রুত গতিসম্পন্ন বোলার।তাই তার এই সম্মান পাওয়া নিশ্চিত ছিল বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ।
advertisement
কিন্তু মহিলা ক্রিকেটারকে এই সন্মান দেওয়া হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল।তবে এ নিয়ে গ্যাটিং বলেছেন, আমরা মহিলা প্রতিনিধির সংখ্যা বৃদ্ধি করছি। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। গত কয়েক বছরে মহিলাদের ক্রিকেট অনেক এগিয়ে গিয়েছে। ঝুলন, হেথার ছাড়াও কমিটিতে ক্লেয়ার কনর এবং সুজ়ি বেটস রয়েছে। ওদের মতামতও ক্রিকেটের জন্য জরুরি।
তিনি আরো বলেন, ঝুলন, হেথার এবং মর্গ্যানকে স্বাগত জানাতে পেরে আমরা উচ্ছ্বসিত। ওরা তিন জনই আন্তর্জাতিক পর্যায়ে দুর্দান্ত পারফরমার। ক্রিকেট সম্পর্কে ওদের অভিজ্ঞতা, জ্ঞান আমাদের কমিটিকে আরও সমৃদ্ধ করবে।’’