২টি মেডেন-সহ ১০ ওভার হাত ঘুরিয়ে ঝুলন এদিন ৩৭ রানের ৩ উইকেট নেন। এদিন প্রথম উইকেটটি নিতেই কেরিয়ারের ৬০০তম উইকেটটি পেয়ে যান তিনি। ইতিমধ্যেই টানা ২৬টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ জিতে বিশ্বরেকর্ড করেছিল অস্ট্রেলিয়া। সেই বিজয়রথ আজ থামিয়ে দিলেন মিতালি রাজরা। এই সিরিজের শেষ ম্যাচ জিতে ২ পয়েন্ট আদায় করল ভারত। অস্ট্রেলিয়া সিরিজ জয়ের সুবাদে পেয়েছে চার পয়েন্ট। গোল্ড কোস্টের মেট্রিকন স্টেডিয়ামে একমাত্র টেস্ট ম্যাচ বৃহস্পতিবার থেকে শুরু হবে। গোলাপি বলে দিন-রাতের সেই টেস্টেও চার পয়েন্ট নিশ্চিত করার হাতছানি রয়েছে।
advertisement
দিন-রাতের টেস্টের আগে অবশ্য দুই দলকেই অস্বস্তিতে রাখছে চোট সমস্যা। ফিটনেসজনিত কারণে একদিনের সিরিজের তিনটি ম্যাচেই খেলতে পারেননি হরমনপ্রীত কৌর। অস্ট্রেলিয়া বিতর্কিত নো বলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছিল। ঝুলন গোস্বামীর শেষ ওভারের শেষ বলটি আম্পায়ার নো ডেকেছিলেন। অনেকেই মনে করেন সেটি নো বল আদৌ ছিল না। সেই ঝুলন গোস্বামীই এদিন তৃতীয় একদিনের ম্যাচে বল হাতে তিন উইকেট নেওয়ার পর ব্যাট হাতে দলের উইনিং শটটি মারলেন।
ঝুলনের সেই চারের সুবাদেই তিন বল বাকি থাকতে ২ উইকেটে ম্যাচ জিতে নিল মিতালি রাজের ভারত। সিরিজ হোয়াইটওয়াইশ থেকে তো বাঁচা গেলই, মহিলাদের একদিনের আন্তর্জাতিকে ভারতও দারুণভাবে রান তাড়া করে ম্যাককেতে স্মরণীয় জয় ছিনিয়ে নিল। বল হাতে উইকেট থেকে মুভমেন্ট এবং বাউন্স আদায় করছিলেন ঝুলন। স্লোয়ার বল ব্যবহার করলেন বুদ্ধি করে।
নিজের অভিজ্ঞতাকে কাজে লাগালেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তবে ম্যাচ শেষে বাংলার মেয়ে জানালেন নিজের পারফরম্যান্সে তিনি যেমন খুশি, তার থেকেও বেশি খুশি দল হিসেবে এই ম্যাচটা অস্ট্রেলিয়াকে হারাতে পেরে। তবে অল্পের জন্য সিরিজ হাতছাড়া হওয়ায় দুঃখ রয়ে গেল।