TRENDING:

বাগানে ফুল ফোটানো জেজে ফেড কাপ উপহার দিতে চান দলকে

Last Updated:

জেজে কী বাইচুংয়ের উত্তরসূরি? ভারতীয় ফুটবলে নয়া আবিষ্কার ? জেজেতেই আপাতত মজে গোটা বাগান। দেশ আর ক্লাবের হয়ে একের পর এক গোল করে এ মরশুমে গোল্ডেন টাইম কাটাচ্ছেন এই মিজো ফুটবলার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  নিজে ট্রফি পেয়েছেন। দলকে এখনও দিতে পারেননি। এই আক্ষেপটুকু মরশুমের শেষ সুযোগে ঘোচাতে চান জেজে। এফপিআইয়ে সমর্থকদের বিচারে সেরা ভারতীয় স্ট্রাইকার, সত্যিই যে কতটা বিস্ফোরক, বারাসতই তার সাক্ষী। নিজের হ্যাটট্রিকে দলকে কার্যত ফাইনালে পৌঁছে দিয়েছেন এক ধাক্কায়।
advertisement

আইএসএল খেলে মোহনবাগানে সই করেছিলেন এই মিজোরাম স্ট্রাইকার। দুরন্ত ফর্মে এ মরশুমে। দেশে ও ক্লাবের জার্সিতে ৪৮ ম্যাচে মোট ২৭ গোল করে ফেলেছেন তিনি। যার মধ্যে মোহনবাগানের জার্সি গায়ে গোলের সংখ্যা ১৮। এএফসি কাপে ৬টি গোল করে ভারতীয়দের মধ্যে ইতিমধ্যেই করে ফেলেছেন রেকর্ড। আই লিগের গোলসংখ্যা ৫। ফেড কাপেও গোলের সংখ্যা এখনও পর্যন্ত ৬।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এবার সুনীল ছেত্রী ততটা ঝলমলে নন। ফাঁক রাখেননি বাগানের এই নয়া পাহাড়ি ঝর্ণা। বাইচুং পরবর্তী পাহাড়ি বিছেই কী তবে খোঁজ পেল ভারতীয় ফুটবল ? উত্তর অবশ্য সময়ই বলবে।

বাংলা খবর/ খবর/খেলা/
বাগানে ফুল ফোটানো জেজে ফেড কাপ উপহার দিতে চান দলকে