২০২৯-২০২০ সালে যাদের কাছে ফাইনালে প্রথম ইনিংসে পিছিয়ে থাকার কারণে হেরে যেতে হয়েছিল বাংলাকে। এবার আবার সুযোগ বাংলার প্রতিশোধ নেওয়ার। আজ কর্নাটকে চার উইকেটে হারিয়ে দিয়েছে সৌরাষ্ট্র। ডবল সেঞ্চুরি করে ম্যাচের সেরা হয়েছেন অর্পিত ভাসাভাদা। তবে ভারতীয় টেস্ট দলের সঙ্গে থাকা জয়দেব উনাদকাটকে রিলিজ দিয়েছে বিসিসিআই।
রঞ্জি ফাইনাল খেলার জন্য জয়দেব ফিরছেন সৌরাষ্ট্র ফলে। তিন বছর আগে যেবার তারা চ্যাম্পিয়ন হয়েছিল রঞ্জি ট্রফি, সেবার বল হাতে জয়দেব দশ ম্যাচে ৬৭ উইকেট নিয়েছিলেন। বাঁহাতি পেসার বাংলার বিরুদ্ধে কতটা সফল হতে পারেন সেটা সময় বলবে। কিন্তু জয়দেবের ফিরে আসার কারণে বাংলার বিরুদ্ধে সৌরাষ্ট্র অনেকটা বেশি আত্মবিশ্বাস নিয়ে নামবে সন্দেহ নেই।
এদিকে বাংলার কোচ লক্ষ্মীরতন মনে করেন তারা অতীত ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েছেন। তাই ফাইনালে উঠেই সন্তুষ্ট হতে নারাজ। এবার লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। আজ পর্যন্ত একবারই ১৯৮৯ রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। তারপর থেকে কাছাকাছি গিয়ে বারবার ফিরে আসতে হয়েছে। বহু অপেক্ষা হয়েছে। ৩৩ বছরের অপেক্ষা শেষ করতে মরিয়া বাংলা ক্রিকেট দল। তাই জয়দেব নিয়ে না ভেবে নিজেদের স্বাভাবিক খেলা তুলে ধরতে চায় তারা।