আরও পড়ুন: কেকেআরের বড় চমক! কলকাতার নেতৃত্ব দিতে পারেন ভারতের অধিনায়ক, জোরালো জল্পনা
বর্তমানে ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা অর্থাৎ বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আছেন অমিত শাহের পুত্র। বিসিসিআইয়ের সচিব তিনি। আইসিসির চেয়ারম্যান হওয়ার ফলে বিসিসিআইয়ের সচিব পদ ছাড়তে হবে জয় শাহকে। তাই জয় শাহের জায়গায় বিসিসিআইয়ের সচিব কে হবেন সেই নিয়ে গত কয়েক দিন ধরেই জল্পনা চলছে।
advertisement
আইসিসির চেয়ারম্যান হিসাবে জয় শাহ দায়িত্ব নেবেন আগামী ১ ডিসেম্বর। প্রসঙ্গত, মাত্র ৩৫ বছর বয়সে আইসিসির চেয়ারম্যান হয়ে তিনিই কনিষ্ঠতম হিসাবে আইসিসির শীর্ষপদে বসতে চলেছেন। জয় শাহের আগে ভারতীয় হিসাবে চার জন আইসিসির চেয়ারম্যান হয়েছেন। জগমোহন ডালমিয়া, শরদ পওয়ার, নারায়ণস্বামী শ্রীনিবাসন এবং শশাঙ্ক মনোহর। পঞ্চম ভারতীয় হিসাবে বিশ্বক্রিকেটের শীর্ষপদে বসতে চলেছেন অমিত শাহের পুত্র।
আইসিসির চেয়ারম্যান পদে কোনও ব্যক্তি প্রতি বার ২ বছর করে থাকতে পারেন। একজন ব্যক্তি সর্বোচ্চ তিনবার নির্বাচিত হতে পারেন। ২০২৮ সালের অলিম্পিক্সে থাকবে ক্রিকেট। আইসিসির কাছে ক্রিকেটকে অলিম্পিক্সের মঞ্চে উপস্থাপন করে তোলা বেশ গুরুত্বপূর্ণ। তাই আইসিসির চেয়ারম্যান পদে বসে অমিত শাহকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে।