আরও পড়ুন - রোহিতের হাত ধরে এশিয়া এবং বিশ্বকাপ দুটোই চ্যাম্পিয়ন হবে ভারত! বলছেন ছেলেবেলার কোচ
চোটের জন্য এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ। তিনি আপাতত আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে পুরোদস্তুর ফিট হয়ে ওঠার চেষ্টায় রয়েছেন। যদিও এশিয়া কাপে বুমরাহর অভাব টের পাচ্ছে ভারত। সঞ্জনা সোশ্যাল মিডিয়ায় বুমরাহর সঙ্গে নিজের একটি পুরনো ছবি পোস্ট করেন, যা অনুরাগীদের নজর কাড়ে পুনরায়।
advertisement
তবে কেউ কেউ ছবিটি নিয়ে অকারণ ট্রোল করার চেষ্টা করেন বুমরাহ ও সঞ্জনাকে। এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের কাছে ভারতের হারের পর এক নেটিজেন খারাপ ভাষায় আক্রমণ করেন বুমরাহ ও তাঁর স্ত্রীকে। তাঁর দাবি, ভারত ওদিকে বেকায়দায়, আর বুমরাহ এদিকে ঘুরে বেড়াচ্ছেন। এমন ট্রোলের কড়া ভাষায় জবাব দেন সঞ্জনা।
তিনি লেখেন, এটা পুরনো ছবি দেখতে পাচ্ছিস না? চোমু আদমি। স্বাভাবিকভাবেই কিছু অর্ধশিক্ষিত মানুষ পুরো ব্যাপারটা না জেনে মন্তব্য করলে এমন পাল্টা জবাব আসাটাই স্বাভাবিক। গোড়ালির জন্য বিশ্রাম নিতে হচ্ছে ভারতীয় দলের তারকা পেসারকে। কারণ কয়েক মাস পরে শুরু হতে চেলা টি-টোয়েন্টি বিশ্বকাপে বুমরাহকে সম্পূর্ণ ফিট অবস্থায় চায় ভারতীয় দল।
কারণ দেখা গিয়েছে জোরে বোলিংয়ের ক্ষেত্রে দুর্বলতা আছে ভারতের। অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার ছাড়া আবেশ খান, আর্ষদীপ সিং নিজেদের সেভাবে তৈরি করতে পারেননি এখনও। তাই অস্ট্রেলিয়ার মাটিতে ভারতকে সাফল্য পেতে গেলে বুম বুম বুমরাহকে ভাল ফল করতেই হবে।