ভারতীয় ক্রিকেট দল ও মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা পেসার জসপ্রিত বুমরাহের বোলিং দেখেই অনুমান করা যায়, মাঠে কতটা আক্রমণাত্মক তিনি। বুমরাহ, যিনি মাঠে আগ্রাসী মনোভাব দেখান, ব্যক্তিগত জীবনে কিন্তু বেশ রোমান্টিক।
জসপ্রিত বুমরাহ তাঁর স্ত্রী সঞ্জনা গণেশনকে নিয়ে প্রতিদিনই কিছু না কিছু পোস্ট করে থাকেন। সম্প্রতি, বুমরাহ তাঁর স্ত্রী সঞ্জনার জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি ভিডিও পোস্ট করেছেন। একইসঙ্গে স্ত্রীর জন্য তিনি যা লিখেছেন, তা অসাধারণ।
advertisement
আরও পড়ুন- টাকার অভাবে খেতে পেতেন না! আজ আইপিএল কাঁপাচ্ছেন এই তরুণ ক্রিকেটার
শুক্রবার, ৬ মে, বুমরাহর স্ত্রী সঞ্জনা তাঁর ৩১ তম জন্মদিন উদযাপন করেছেন। এদিকে, বুমরাহ (Jasprit Bumrah) একটি রোমান্টিক ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় তাঁর স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন।
এই ভিডিওতে বুমরাহকে ফটোগ্রাফার হিসাবে পোজ দিতে দেখা যায়। তিনি সঞ্জনার ছবি ক্লিক কর দেন। এই ভিডিওর ক্যাপশনে বুমরাহ লিখেছেন, 'শুভ জন্মদিন আমার প্রিয় স্ত্রী। তুমি জীবনে সব কিছু যেন পাও! কারণ আমার জীবনে তোমাকে পাওয়াটা সব থেকে ভাল একটা ব্যাপার।
বুমরাহ এবং সঞ্জনা গণেশন- এর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। বুমরাহর এই ভিডিওটি অল্প সময়ের মধ্যেই লাখ লাখ মানুষ পছন্দ করেছেন।
কমেন্ট সেকশনে সঞ্জনাকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছে অনেককে। উল্লেখ্য, গত বছরের মার্চে বিয়ে করেছেন বুমরাহ ও সঞ্জনা। বুমরাহ, যিনি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন, আর সঞ্জনা আইপিএলে অ্যাঙ্কর।
আরও পড়ুন- সৌরভের বাড়িতে অমিত শাহের নৈশভোজের মেনুতে দই-রসগোল্লা ছাড়া আর কী কী থাকছে?
জসপ্রিত বুমরাহের স্ত্রী সঞ্জনা গণেশন খুবই সুন্দরী। ইনস্টাগ্রামে সঞ্জনার ফলোয়ারের সংখ্যা ৭ লাখের বেশি। সঞ্জনা গণেশন ক্রিকেট ভক্তদের মধ্যে বেশ জনপ্রিয়। কারণ তাঁকে স্টার স্পোর্টস-এর হয়ে অ্যাঙ্করিং করতে দেখা যায়। তাঁর সৌন্দর্যও কোনো অভিনেত্রীর চেয়ে কম নয়। গত বছরের ১৫ মার্চ বুমরাহকে বিয়ে করেন সঞ্জনা।