এশিয়াক যুবা ভারোত্তলন চ্যাম্পিয়নশিপে ২০২০ তে ব্রোঞ্জ পদক জিতেছিলেন৷ সেই সনপতিই এবার সোনা জিতলেন৷ সৌদি আরবের অলি মজিদ ২২৯ কেজি (১০৫ কেজি, ১২৪ কেজি) দ্বিতীয় এবং কাজকস্তানের ইয়রাসিল উমরোব ২২৪ কেজি (১০০ কেজি, ১২৪ কেজি) তৃতীয় স্থানে ছিলেন৷
আরও পড়ুন - Blood Donation Camp: মায়ের জন্য রক্তদান, রক্তদানের নজির কলকাতায়
advertisement
সনাপতি ছাড়া ভারতের সৌম্যা এস দলবী এই প্রতিযোগিতার দ্বিতীয় দিনে নিজের ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক জেতেন৷ মহারাষ্ট্রের দলবী মহিলাদের ৪৫ কিলো বিভাগে ১৪৮ কিলোগ্রাম (৬৫ কিলো এবং ৮৩ কিলো) ওঠান৷ তিনি তৃতীয় হন৷ ফিলিপিন্সের রোজ এ রামোস ১৫৫ (৭০ কেজি, ৮৫ কেজি) এবং ভেনেজুয়েলার কেলির্স এম মোন্টিলা ১৫৩ কেজি (৭১ কেজি , ৮২ কেজি) প্রথম ও দ্বিতীয় হয়৷
এই প্রতিযোগিতায় অংশ নেওয়া ভারতীয় ক্রীড়াবিদ আর ভবানী ১৩২ কেজি (৫৭ কেজি ৭৫ কেজি) নিজের সেরা পারফরম্যান্স দিয়ে অষ্টম স্থানে শেষ করেন৷ ভারত এই প্রতিযোগিতায় এখনও অবধি চার পদক জিতেছে৷ প্রতিযোগিতার প্রথম দিনে কিশোর ব্যাবরে এবং বিজয় প্রজাপতি নিজের বিভাগে রূপোর পদক জিতে নেন৷