পরের ম্যাচে ঘরের মাঠে ওড়িশাকে হারাতে পারলে সমর্থকদের সামনেই ভারতসেরা হবে বাগান। আর তাই এখন থেকেই আশায় বুক বাঁধতে শুরু করেছেন মোহনবাগান সমর্থকরা। ২৩ ফেব্রুয়ারি সেই ম্যাচ। ঘরের মাঠেই নতুন ইতিহাসের সাক্ষী হতে পারে মোহনবাগান।
আরও পড়ুন- আইপিএলের লোগোতে এই ক্রিকেটার কে? কার খেলা শট? জেনে নিন আসল সত্যিটা
advertisement
একটা কথা অবশ্য বলতেই হয়। চলতি মরশুমে শনিবার হয়তো সব থেকে খারাপ খেলল মোহনবাগান। একটা সময় কেরলের আক্রমণে ছন্নছাড়া অবস্থা হয় মোহনবাগানের। প্রথমার্ধে অন্তত তিনটি গোল হজম করতে হত মোলিনার দলকে। তবে শেষ পর্যন্ত গোলই শেষ কথা বলে ফুটবলে। এদিনও তাই ম্যাচের রেজাল্ট গেল মোহনবাগানের পক্ষে। ৩-০।
আরও পড়ুন- কেন ফ্রি-তে আর দেখা যাবে না আইপিএল? কত টাকা লাগবে এবার? রইল সব তথ্য
২৮ মিনিটে প্রথম গোল। লিস্টনের কাছ থেকে বল পেয়ে কেরলের জাল কাঁপিয়ে দেন ম্যাকলারেন। ৪১ মিনিটের মাথায় জেসন কামিংসের পাসে চলতি বলে ফের গোল করেন তিনি। ৬৬ মিনিটের মাথায় কামিংসের ফ্রি কিক থেকে গোল করেন অ্যালবার্তো রডরিগেজ। তবে ম্যাকলারেনের সামনে হ্যাটট্রিকের সহজ সুযোগ এসেছিল। তিনি প্রথমার্ধেও আরও একটি গোল করেছিলেন। সেটি অবশ্য অফসাইডের কারণে বাতিল হয়।