TRENDING:

আইএসএলে আবার 'এক নম্বর' মোহনবাগান, একদিনের রাজাকে সরিয়ে দিলেন লিস্টনরা

Last Updated:

Mohunbagan vs North East- আবারও জয় পেল মোহনবাগান। হোম হোক বা অ্যাওয়ে ম্যাচ, সব জায়গাতেই দাপটের সঙ্গেই খেলছে মোহনবাগান। রবিবার নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মোহনবাগান জিতল ২-০ গোলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আবারও জয় পেল মোহনবাগান। হোম হোক বা অ্যাওয়ে ম্যাচ, সব জায়গাতেই দাপটের সঙ্গেই খেলছে মোহনবাগান। রবিবার নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মোহনবাগান জিতল ২-০ গোলে।
News18
News18
advertisement

এদিন মনবীর ও লিস্টনের দুর্দান্ত গোলে জয় পেল সবুজ মেরুন শিবির। ডুরান্ড কাপের ফাইনালে হারের প্রতিশোধ নিল কলকাতার দল। এই দলের বিরুদ্ধে আইএসএলের শুরুতে মোহনবাগানের জয় নিয়ে বিতর্ক ছিল। সেই ম্যাচে শুভাশিস বোসের গোল নিয়ে প্রশ্ন ছিল। দ্বিতীয় লেগের খেলায় অবশ্য কোনও বিতর্কের লেশ রাখল না মোহনবাগান। এদিন নর্থ ইস্টের গোলরক্ষক গুরমিত সিংয়ের কাছে ২টি গোলের কোনও জবাবই ছিল না।

advertisement

আরও পড়ুন- দ্বিতীয় টেস্ট হারের পরই আরও বড় ধাক্কা খেল ভারত! স্বপ্নভঙ্গ হবে রোহিত-কোহলিদের!

এদিনের জয়ের পর আইএসএলের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এল মোহনবাগান সুপার জায়ান্ট। এতদিন পর্যন্ত মোহনবাগান শীর্ষেই ছিল, তবে বেঙ্গালুরু জেতার পর তারাই একদিনের জন্য সবার উপরে উঠে বসে ছিল। এদিন ম্যাচের প্রথমার্ধে গোল পায়নি কোনও দল। দুই দলই একটু রক্ষণাত্মক খেলছিল। দ্বিতীয়ার্ধে বক্সের বাইরে থেকে মনবীরের বিশ্বমানের গোলে এগিয়ে যায় বাগান। এবারের আইএসএলের অন্যতম সেরা গোলগুলির মধ্যে এটি একটি বলে বলাই যায়।

advertisement

আরও পড়ুন- কোনও রাখঢাখ না করেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের মনের কথা জানিয়ে দিলেন সৌরভ

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এর পর গোল করেন লিস্টন। ডিফেন্ডারদের কাটিয়ে বক্সের ভিতর দুরন্ত প্লেসিং শটে গোল করে যান লিস্টন কোলাসো। ম্যাচে ২-০ এগিয়ে যায় মোহনবাগান। উল্লেখ্য, শনিবার ১৪ ডিসেম্বর সল্টলেক স্টেডিয়ামে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচ মোহনবাগানের। আপাতত ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে মোহনবাগান।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
আইএসএলে আবার 'এক নম্বর' মোহনবাগান, একদিনের রাজাকে সরিয়ে দিলেন লিস্টনরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল