TRENDING:

Mohun Bagan vs Bengaluru: মোহনবাগান ঝড়ে উড়ে যাবে বেঙ্গালুরু! না হবে গতবারের ফাইনাল হারের বদলা! যুবভারতীতে আজ জোর টক্কর

Last Updated:

ISL 2023-24 Mohun Bagan vs Bengaluru FC: ঘরের মাঠে সবুজ-মেরুণ ব্রিগেডের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। গতবার আইএসএল ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। জয়ের হাসি হেসেছিল হুয়ান ফেরান্দোর দল। এবারও ঘরের মাঠে ৩ পয়েন্ট ছাড়া অন্য কিছু ভাবতে নারাজ বাগান শিবির।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ডুরান্ড কাপ জয়, এএফসি কাপের ম্যাচে জয়, আইএসলের প্রথম ম্যাচেও জয় দিয়ে শুরু। এর থেকে ভাল মরশুমের শুরু আর কী হতে পারে। বুধবার আইএসেলের দ্বিতীয় ম্যাচে নামছে মোহমবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে সবুজ-মেরুণ ব্রিগেডের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। গতবার আইএসএল ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। জয়ের হাসি হেসেছিল হুয়ান ফেরান্দোর দল। এবারও ঘরের মাঠে ৩ পয়েন্ট ছাড়া অন্য কিছু ভাবতে নারাজ বাগান শিবির।
মোহনবাগান বনাম বেঙ্গালুরু
মোহনবাগান বনাম বেঙ্গালুরু
advertisement

আইএসএলের প্রথম ম্যাচে পঞ্জাব এফসিকে কার্যত দাঁড়াতে দেয়নি মোহনবাগান। ৩-১ গোলে জয় পেয়েছিল ফেরান্দোর ছেলেরা। কামিন্স, পেত্রাতোস থেকে মনবীর সিং, আক্রমণ বিভাগের প্লেয়াররা প্রথম থেকেই গোলের মধ্যে রয়ছে। সঙ্ঘবদ্ধ দেখাচ্ছে মাঠমাঠ ও রক্ষণকেও। মরশুমের এমন শুরুর পরও এখনও খুশি নন বাগান কোচ। তার গলায় আরও উন্নতি, প্রতিপক্ষেরে প্রতি সমীহ ও ট্রফি জয় না করা পর্যন্ত কোনও আত্মতুষ্টিতে না ভোগার সুর। সাফ জানিয়ে দিলেন এ তো কিছুই নয়, দলের ছেলেদের এখনও সেরাটা দেওয়া বাকি।

advertisement

ম্যাচের আগের দিন হুয়ান ফেরান্দো বলেন,”দলের এখনও অনেক উন্নতি প্রয়োজন। খুঁটিনাটি অনেক ব্যাপারেই সংশোধন দরকার। আমি খুশি দলের ছেলেদের পরিশ্রম সফল হয়েছে বলে। ওরা খুবই পরিশ্রম করে। মাঠে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে। এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরও সময় পেলে আরও উন্নতি করতে পারব। আর আমি তখনই খুশি হব যখন ট্রফি জিততে পারব।” তবে ধাপে ধাপে এগোনোর কথাও বলেছেন বাগান হেড স্যার। বেঙ্গালুরুর বুরুদ্ধে ৩ পয়েন্ট এখন তার একমাত্র লক্ষ্য বলেও জানিয়েছেন ফেরান্দো।

advertisement

বেঙ্গালুরু ম্যাচ যে বেশ কঠিন হবে তা মানছেন মোহবাগান কোচ। প্রথন ম্যাচে বেঙ্গালুরুর হার একটা ছোট্ট ভুলের কারণে বলে জানিয়েছেন তিনি। এই দলটা গত মরশুমে ৩টি ট্রফি ফাইনালে খেলেছে। কার্যত একই দল ধরে রেখেছে। তাই হাল্কাভাবে নিলে কোনও মতেই চলবে না বলেও জানিেয়ছেন ফেরান্দো। তিনি বলেন,”ওদের বিরুদ্ধে ম্যাচটা সহজ হবে না। আমাদের অনেক খুঁটিনাটি ব্যাপার নিজেদের নিয়ন্ত্রণে রাখতে হবে। কারণ, প্রতিপক্ষ প্রায়ই তাদের কৌশল, পরিকল্পনা বদলাতে পারে। সে জন্য আমাদের তৈরি থাকতে হবে।”

advertisement

আরও পড়ুনঃ India vs Australia 3rd ODI: একসঙ্গে ৭ পরিবর্তন! বিশ্বকাপের আগে শেষ ম্যাচে ভারতের একাদশে মহাচমক? রইল সম্ভাব্য দল

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে ফুটবল বিশেষজ্ঞদের মতে, এদিনের ম্যাচে ঘরের মাঠে অনেকটা অ্যাডভান্টেজ নিয়েই শুরু করবে মোহনবাগান। জয়ের মধ্যে থাকায় দলটার ছন্দই অন্যরকম রয়েছেষ ফুটবলাররা আত্মবিশ্বাসী। মরশুমের অনেক আগে থেকে দল গুছিয়ে নেওয়ায় বোঝাপড়াও তৈরি হয়ে গিয়েছে। গোলের মধ্যে রয়েছে অ্যাটাকিং লাইনের প্লোরারা। অপরদিকে, প্রথম ম্যাচে হেরে প্রতিযোগিতা শুরু করেছেন বেঙ্গালুরু। আপাতত সুনীলের সার্ভিসও পাচ্ছে না দল। প্রথম ম্যাচে অন্তত গত মরশুমের মত সপ্রতিভ দেখায়নি বেঙ্গালুরুকে। ঘরের মাঠে আরও একবার প্রিয় দলের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী মেরিনার্সরা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Mohun Bagan vs Bengaluru: মোহনবাগান ঝড়ে উড়ে যাবে বেঙ্গালুরু! না হবে গতবারের ফাইনাল হারের বদলা! যুবভারতীতে আজ জোর টক্কর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল