আইএসএলের প্রথম ম্যাচে পঞ্জাব এফসিকে কার্যত দাঁড়াতে দেয়নি মোহনবাগান। ৩-১ গোলে জয় পেয়েছিল ফেরান্দোর ছেলেরা। কামিন্স, পেত্রাতোস থেকে মনবীর সিং, আক্রমণ বিভাগের প্লেয়াররা প্রথম থেকেই গোলের মধ্যে রয়ছে। সঙ্ঘবদ্ধ দেখাচ্ছে মাঠমাঠ ও রক্ষণকেও। মরশুমের এমন শুরুর পরও এখনও খুশি নন বাগান কোচ। তার গলায় আরও উন্নতি, প্রতিপক্ষেরে প্রতি সমীহ ও ট্রফি জয় না করা পর্যন্ত কোনও আত্মতুষ্টিতে না ভোগার সুর। সাফ জানিয়ে দিলেন এ তো কিছুই নয়, দলের ছেলেদের এখনও সেরাটা দেওয়া বাকি।
advertisement
ম্যাচের আগের দিন হুয়ান ফেরান্দো বলেন,”দলের এখনও অনেক উন্নতি প্রয়োজন। খুঁটিনাটি অনেক ব্যাপারেই সংশোধন দরকার। আমি খুশি দলের ছেলেদের পরিশ্রম সফল হয়েছে বলে। ওরা খুবই পরিশ্রম করে। মাঠে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে। এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরও সময় পেলে আরও উন্নতি করতে পারব। আর আমি তখনই খুশি হব যখন ট্রফি জিততে পারব।” তবে ধাপে ধাপে এগোনোর কথাও বলেছেন বাগান হেড স্যার। বেঙ্গালুরুর বুরুদ্ধে ৩ পয়েন্ট এখন তার একমাত্র লক্ষ্য বলেও জানিয়েছেন ফেরান্দো।
বেঙ্গালুরু ম্যাচ যে বেশ কঠিন হবে তা মানছেন মোহবাগান কোচ। প্রথন ম্যাচে বেঙ্গালুরুর হার একটা ছোট্ট ভুলের কারণে বলে জানিয়েছেন তিনি। এই দলটা গত মরশুমে ৩টি ট্রফি ফাইনালে খেলেছে। কার্যত একই দল ধরে রেখেছে। তাই হাল্কাভাবে নিলে কোনও মতেই চলবে না বলেও জানিেয়ছেন ফেরান্দো। তিনি বলেন,”ওদের বিরুদ্ধে ম্যাচটা সহজ হবে না। আমাদের অনেক খুঁটিনাটি ব্যাপার নিজেদের নিয়ন্ত্রণে রাখতে হবে। কারণ, প্রতিপক্ষ প্রায়ই তাদের কৌশল, পরিকল্পনা বদলাতে পারে। সে জন্য আমাদের তৈরি থাকতে হবে।”
তবে ফুটবল বিশেষজ্ঞদের মতে, এদিনের ম্যাচে ঘরের মাঠে অনেকটা অ্যাডভান্টেজ নিয়েই শুরু করবে মোহনবাগান। জয়ের মধ্যে থাকায় দলটার ছন্দই অন্যরকম রয়েছেষ ফুটবলাররা আত্মবিশ্বাসী। মরশুমের অনেক আগে থেকে দল গুছিয়ে নেওয়ায় বোঝাপড়াও তৈরি হয়ে গিয়েছে। গোলের মধ্যে রয়েছে অ্যাটাকিং লাইনের প্লোরারা। অপরদিকে, প্রথম ম্যাচে হেরে প্রতিযোগিতা শুরু করেছেন বেঙ্গালুরু। আপাতত সুনীলের সার্ভিসও পাচ্ছে না দল। প্রথম ম্যাচে অন্তত গত মরশুমের মত সপ্রতিভ দেখায়নি বেঙ্গালুরুকে। ঘরের মাঠে আরও একবার প্রিয় দলের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী মেরিনার্সরা।